কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

ক্ষুধার কারণে মাথাব্যথা কীসের ইঙ্গিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের শরীর ক্ষুধার সংকেত দেয় নানা উপায়ে। এর মধ্যে রয়েছে মাথাব্যথা। শুনতে অবাক লাগলেও বিষয়টি এড়িয়ে যাওয়ার মতো নয়। একটি সাধারণ এবং অনেক সময় অবহেলিত লক্ষণ ক্ষুধার কারণে মাথাব্যথা।

দীর্ঘ সময় না খাওয়া, খাবারে অনিয়ম বা পর্যাপ্ত পুষ্টি না পাওয়া, এসবই ‘হাঙ্গার হেডেক’ বা ক্ষুধাজনিত মাথাব্যথার কারণ হতে পারে। যদিও এটি সাধারণত গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে না, তবে দৈনন্দিন জীবনে অস্বস্তি ও অক্ষমতা আনতে পারে। তাই এ সমস্যাটি বোঝা এবং সমাধান খুবই জরুরি। সম্প্রতি ক্লিভল্যান্ড ক্লিনিক এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

হাঙ্গার হেডেক কী : হাঙ্গার হেডেক এমন এক ধরনের মাথাব্যথা, যা ক্ষুধার কারণে তৈরি হয়। যখন খাবারের মধ্যে দীর্ঘ বিরতি থাকে বা পর্যাপ্ত ক্যালরি পাওয়া যায় না, তখন রক্তে শর্করার মাত্রা কমে যায়। মস্তিষ্ক পর্যাপ্ত শক্তি না পেলে স্নায়ু ও পেশিতে চাপ সৃষ্টি হয়, যা মাথাব্যথায় রূপ নেয়।

কেন এ মাথাব্যথা হয় : ক্ষুধাজনিত মাথাব্যথার পেছনে রয়েছে কয়েকটি কারণ, সেগুলো হলো—

লো ব্লাড সুগার : খাবারের মাধ্যমে পর্যাপ্ত গ্লুকোজ না পাওয়া মস্তিষ্কের জন্য শক্তির ঘাটতি তৈরি করে।

পেশির টান : শরীরে হিস্টামিন নিঃসৃত হয়ে পেশিতে টান সৃষ্টি করে।

স্ট্রেস হরমোন বৃদ্ধি : রক্তে শর্করা কমে গেলে শরীর কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন ছাড়ে, যা মাথাব্যথা বাড়াতে পারে। ডিহাইড্রেশন, অতিরিক্ত বা কম ক্যাফেইন গ্রহণ, অনিয়মিত খাবার সময়সূচি, নিদ্রাহীনতা ও ডায়েটিংও এ সমস্যার কারণ হতে পারে।

লক্ষণ : হাঙ্গার হেডেক কপাল বা মাথার সামনের অংশে ব্যথা সৃষ্টি করে, যা দুই দিকে ছড়িয়ে যেতে পারে। এ ছাড়া আরও থাকতে পারে—হালকা বমি ভাব, ঘাড় ও কাঁধে পেশির টান, মাথা ঘোরা ক্লান্তি, পেট ব্যথা, অতিরিক্ত ঘাম।

চিকিৎসা : সবচেয়ে কার্যকর সমাধান হলো খাওয়া। সুষম খাবার যেমন শাকসবজি, ফল, প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ আহার নেওয়া উচিত। সময় কম থাকলে বাদাম, ফল, দই বা হোল-গ্রেইন বিস্কুটের মতো স্বাস্থ্যকর স্ন্যাকসও কাজে দেবে। পর্যাপ্ত পানি পান করাও জরুরি। সাধারণত খাবার খাওয়ার ৩০ মিনিটের মধ্যে এই মাথাব্যথা কমে যায়। তবে না কমলে সাধারণ পেইন রিলিভার ব্যবহার করা যেতে পারে।

প্রতিরোধ : দিনভর পর্যাপ্ত পানি পান, নিয়মিত বিরতিতে ছোট ছোট খাবার খাওয়া, যথেষ্ট ঘুম, ডায়েট প্ল্যান করলে হঠাৎ ক্যালরি কমিয়ে না আনা, রোজা থাকলে সেহরিতে পর্যাপ্ত পানি ও জটিল শর্করা যেমন আলু, ডাল, হোল-গ্রেইন খাওয়া।

চিকিৎসকের কাছে কখন যাবেন : ক্ষুধার কারণে মাথাব্যথা হলে সেটা এড়িয়ে যাওয়া উচিত নয়। অনেক সময় এটা বড় কোনো রোগের ইঙ্গিত দেয়। তাই কিছু লক্ষণ দেখা দিলেই সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে যেতে হবে। যদি ক্ষুধাজনিত মাথাব্যথা—নিয়মিত মাথাব্যথা, ওষুধেও না কমলে, দৈনন্দিন কাজে বাধা।

এসব লক্ষণ দেখে দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তা ছাড়া হঠাৎ তীব্র মাথাব্যথা, বিভ্রান্তি, কথা জড়ানো, মাথা ঘোরা বা দৃষ্টি ঝাপসা হলে তা স্ট্রোকের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে দ্রুত জরুরি চিকিৎসা নিন।

হাঙ্গার হেডেক আপনার শরীরের একপ্রকার সতর্ক সংকেত যা সময়মতো খাবার খাওয়ার বিষয়ে সংকেত দেয়। এটি নিজে থেকে সেরে যায় না; বরং সুষম খাদ্য গ্রহণ ও নিয়মিত খাবারের অভ্যাসই হলো সেরা প্রতিকার। সুস্থ থাকতে হলে শরীরের এই সংকেতকে অবহেলা না করে, সময়মতো পানি পান ও খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

মুখ অতিরিক্ত ঘামে কেন, যা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক

ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের, দেখে নিন দু’দলের একাদশ

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি গ্রেপ্তার

দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াত!

খাগড়াছড়িতে ৩ জন নিহত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

শরিয়াহ কমিটির সদস্যদের মাসিক বেতন ২৫ হাজার টাকা

চার বছর পর নতুন নেতৃত্বে চমেক ছাত্রদল

২৩ বছরে ফাইনারী অ্যাডভারটাইজিং

জাবি সংলগ্ন মহাসড়কের পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১০

পাঠ্যপুস্তকে জুবিন গার্গের জীবনী

১১

আরও ২৫০ সনাতনীর বিএনপিতে যোগদান

১২

দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

১৩

আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে : নেতানিয়াহু

১৪

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে

১৫

কাঠগড়ায় দুর্জয়কে দেখে কাঁদলেন স্ত্রী, চুমু খেলেন বোন

১৬

হজে কমেছে বিমান ভাড়া, বেড়েছে স্বাস্থ্যবিমা

১৭

আরও এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

১৮

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে তথ্য উপদেষ্টার অভিযোগ

১৯

পূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে জবি

২০
X