কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

ক্ষুধার কারণে মাথাব্যথা কীসের ইঙ্গিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের শরীর ক্ষুধার সংকেত দেয় নানা উপায়ে। এর মধ্যে রয়েছে মাথাব্যথা। শুনতে অবাক লাগলেও বিষয়টি এড়িয়ে যাওয়ার মতো নয়। একটি সাধারণ এবং অনেক সময় অবহেলিত লক্ষণ ক্ষুধার কারণে মাথাব্যথা।

দীর্ঘ সময় না খাওয়া, খাবারে অনিয়ম বা পর্যাপ্ত পুষ্টি না পাওয়া, এসবই ‘হাঙ্গার হেডেক’ বা ক্ষুধাজনিত মাথাব্যথার কারণ হতে পারে। যদিও এটি সাধারণত গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে না, তবে দৈনন্দিন জীবনে অস্বস্তি ও অক্ষমতা আনতে পারে। তাই এ সমস্যাটি বোঝা এবং সমাধান খুবই জরুরি। সম্প্রতি ক্লিভল্যান্ড ক্লিনিক এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

হাঙ্গার হেডেক কী : হাঙ্গার হেডেক এমন এক ধরনের মাথাব্যথা, যা ক্ষুধার কারণে তৈরি হয়। যখন খাবারের মধ্যে দীর্ঘ বিরতি থাকে বা পর্যাপ্ত ক্যালরি পাওয়া যায় না, তখন রক্তে শর্করার মাত্রা কমে যায়। মস্তিষ্ক পর্যাপ্ত শক্তি না পেলে স্নায়ু ও পেশিতে চাপ সৃষ্টি হয়, যা মাথাব্যথায় রূপ নেয়।

কেন এ মাথাব্যথা হয় : ক্ষুধাজনিত মাথাব্যথার পেছনে রয়েছে কয়েকটি কারণ, সেগুলো হলো—

লো ব্লাড সুগার : খাবারের মাধ্যমে পর্যাপ্ত গ্লুকোজ না পাওয়া মস্তিষ্কের জন্য শক্তির ঘাটতি তৈরি করে।

পেশির টান : শরীরে হিস্টামিন নিঃসৃত হয়ে পেশিতে টান সৃষ্টি করে।

স্ট্রেস হরমোন বৃদ্ধি : রক্তে শর্করা কমে গেলে শরীর কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন ছাড়ে, যা মাথাব্যথা বাড়াতে পারে। ডিহাইড্রেশন, অতিরিক্ত বা কম ক্যাফেইন গ্রহণ, অনিয়মিত খাবার সময়সূচি, নিদ্রাহীনতা ও ডায়েটিংও এ সমস্যার কারণ হতে পারে।

লক্ষণ : হাঙ্গার হেডেক কপাল বা মাথার সামনের অংশে ব্যথা সৃষ্টি করে, যা দুই দিকে ছড়িয়ে যেতে পারে। এ ছাড়া আরও থাকতে পারে—হালকা বমি ভাব, ঘাড় ও কাঁধে পেশির টান, মাথা ঘোরা ক্লান্তি, পেট ব্যথা, অতিরিক্ত ঘাম।

চিকিৎসা : সবচেয়ে কার্যকর সমাধান হলো খাওয়া। সুষম খাবার যেমন শাকসবজি, ফল, প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ আহার নেওয়া উচিত। সময় কম থাকলে বাদাম, ফল, দই বা হোল-গ্রেইন বিস্কুটের মতো স্বাস্থ্যকর স্ন্যাকসও কাজে দেবে। পর্যাপ্ত পানি পান করাও জরুরি। সাধারণত খাবার খাওয়ার ৩০ মিনিটের মধ্যে এই মাথাব্যথা কমে যায়। তবে না কমলে সাধারণ পেইন রিলিভার ব্যবহার করা যেতে পারে।

প্রতিরোধ : দিনভর পর্যাপ্ত পানি পান, নিয়মিত বিরতিতে ছোট ছোট খাবার খাওয়া, যথেষ্ট ঘুম, ডায়েট প্ল্যান করলে হঠাৎ ক্যালরি কমিয়ে না আনা, রোজা থাকলে সেহরিতে পর্যাপ্ত পানি ও জটিল শর্করা যেমন আলু, ডাল, হোল-গ্রেইন খাওয়া।

চিকিৎসকের কাছে কখন যাবেন : ক্ষুধার কারণে মাথাব্যথা হলে সেটা এড়িয়ে যাওয়া উচিত নয়। অনেক সময় এটা বড় কোনো রোগের ইঙ্গিত দেয়। তাই কিছু লক্ষণ দেখা দিলেই সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে যেতে হবে। যদি ক্ষুধাজনিত মাথাব্যথা—নিয়মিত মাথাব্যথা, ওষুধেও না কমলে, দৈনন্দিন কাজে বাধা।

এসব লক্ষণ দেখে দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তা ছাড়া হঠাৎ তীব্র মাথাব্যথা, বিভ্রান্তি, কথা জড়ানো, মাথা ঘোরা বা দৃষ্টি ঝাপসা হলে তা স্ট্রোকের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে দ্রুত জরুরি চিকিৎসা নিন।

হাঙ্গার হেডেক আপনার শরীরের একপ্রকার সতর্ক সংকেত যা সময়মতো খাবার খাওয়ার বিষয়ে সংকেত দেয়। এটি নিজে থেকে সেরে যায় না; বরং সুষম খাদ্য গ্রহণ ও নিয়মিত খাবারের অভ্যাসই হলো সেরা প্রতিকার। সুস্থ থাকতে হলে শরীরের এই সংকেতকে অবহেলা না করে, সময়মতো পানি পান ও খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

হামজার চোট কতটা গুরুতর, যা জানা গেল

কিছু ছোট পরিবর্তনেই বদলে যাবে আপনার পুরো লুক

রাজধানীতে আজ কোথায় কী

২৮ বছর পর বিশ্বকাপের দ্বারপ্রান্তে নরওয়ে

২৯ দিনের ব্যবধানে চট্টগ্রামের নতুন ডিসি জাহিদুল 

মঙ্গল অভিযানে নাসার দুই মহাকাশযান

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

কল ও টেক্সট করে হত্যার হুমকি, অভিযোগ হাদির

এমবাপ্পের জোড়া গোলে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স

১০

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

১১

তেঁতুলিয়ায় তীব্র হচ্ছে শীত, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

১২

ক্ষমা চাইল বিবিসি, মানহানির অভিযোগ প্রত্যাখ্যান

১৩

পুলিশ দেখে দৌড়, আটকের পর জানা গেল তিনি যুবলীগ নেতা

১৪

রোনালদোর লাল কার্ডে পর্তুগালের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা

১৫

১৪ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

এসএসসি পাসেই নেয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৭

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রিতে

১৮

নিয়োগ দিচ্ছে আড়ং, দ্রুত আবেদন করুন

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X