কালবোলা প্রতিবেদক,পাবনা
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবি ও এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা

পাবিপ্রবি ও এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীরা পদযাত্রা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা
পাবিপ্রবি ও এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীরা পদযাত্রা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা

কোটা পদ্ধতির সংস্কার করে সংসদে আইন পাস ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পদযাত্রা করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা।

নিজ নিজ বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে পদযাত্রা শেষে রোববার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। এ সময় পাবনা পুলিশ সুপার আ. আহাদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবনার অনন্ত বাজার থেকে পদযাত্রা শুরু করেন। দুপুর ১২টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছান তারা। অপরদিকে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা সাড়ে ১১টার দিকে তাদের ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি পাবনা শহর হয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে একই সময়ে পৌঁছায়। এ সময় উভয় শিক্ষার্থীরা একত্র হয়ে পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন।

পদযাত্রায় স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে; শিক্ষার্থীদের নামে মামলা কেন, প্রশাসন জবাব দে; সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে; কোটা না মেধা, মেধা মেধা; কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক; আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ ইত্যাদি স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করেন।

শিক্ষার্থীরা জানান, ‘শুরু থেকেই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে কিন্তু এখন পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে। এরই মধ্যে কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। মিথ্যা মামলাও দেওয়া হয়েছে। শিগগিরই আমাদের দাবি মানতে হবে না হলে সারা দেশে তীব্র আন্দোলন শুরু হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

নেইমারকে পেছনে ফেলে মেসির বিশ্বরেকর্ড

জবাব দিলেন সোনাক্ষী

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেবে বিএনপি

চাকসুর ভোটগ্রহণ শুরু, ১০ মিনিটে দিতে হবে ৪০ ভোট

ইস্টার্ন ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ

অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ঘুম থেকে উঠে আগে পানি খাবেন, না ব্রাশ করবেন—জানালেন চিকিৎসক

রাজধানীতে আজ কোথায় কী

ইসলামিক রিলিফ বাংলাদেশে ইন্টার্ন করার সুযোগ

১০

পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার জয়

১১

চীনকে ঠেকাতে অভিনব উদ্যোগ ভারতের

১২

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

১৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৪

৩৫ বছর পর আজ চাকসুর ভোট

১৫

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ

১৬

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

১৭

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৮

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

১৯

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

২০
X