কালবেলা প্রতিবেদক
৩১ জুলাই ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাসের তারিখ ঘোষণা

পুরোনো ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার শিক্ষার্থীদের টার্গেট কলেজে ভর্তি। এবার একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১০ আগস্ট। শেষ হবে ২০ আগস্ট। ২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হবে। ৫ অক্টোবর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

সোমবার (৩১ জুলাই) কলেজে ভর্তির নীতিমালা চূড়ান্তকরণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

আরও পড়ুন: বুয়েটের গ্রেপ্তার ৩১ শিক্ষার্থীর পরিচয় মিলল

ঢাকা বোর্ড চেয়ারম্যান কালবেলাকে বলেন, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে আজ একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুমোদন হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। শেষ হবে ২০ আগস্ট। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।

তিনি বলেন, এবার আবেদন ফি ১৫০ টাকা করা হয়েছে। আর রেজিস্ট্রেশন ফি সব মিলিয়ে ছিল ৩২৮ টাকা, এবার ৭ টাকা বাড়িয়ে ৩৩৫ টাকা করা হয়েছে।

নীতিমালার খসড়া চূড়ান্ত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, চিঠি হাতে পেলে আমরা বিস্তারিত জানাব।

এর আগে দুপুর ১টায় জুম প্লাটফর্মে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে চলতি বছরের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা সংক্রান্ত বৈঠক হয়। সেখানে গত বছরের নীতিমালা প্রায় অভিন্ন রেখে ভর্তি নীতিমালা-২০২৩ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষ অংশ নেন।

ঢাকা বোর্ড সূত্র জানিয়েছে, এবারও একাদশে ভর্তিতে তিন ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। ৩১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে। ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন নিয়ে ফল প্রকাশ করা হতে পারে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচিতরা নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। ২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হবে। ৫ অক্টোবর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

গত শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল শুরু

টিভিতে আজকের খেলা (১০ ডিসেম্বর)

গাজায় যুদ্ধ গিয়ে পঙ্গু ২ হাজার ইসরায়েলি সেনা

ভিলার কাছে এবার ধরাশায়ী আর্সেনাল

কারাগারে বসেই আবারও অনশনে যাচ্ছেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

গাজায় ছেলের পর ইসরায়েলি মন্ত্রীর ভাগনে নিহত

ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ

পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল বন্ধ

১০

আজ বিশ্ব মানবাধিকার দিবস

১১

১৬ লাখ টাকা বেতনে চাকরি, পাবেন চিকিৎসা ভাতাও

১২

অনিদ্রা শনাক্ত করবে ই-ক্যাপসুল

১৩

ইন্টার্ন করার সুযোগ দিচ্ছে ওয়ালটন

১৪

এসএসসি পাসেই বঙ্গবন্ধু হাসপাতালে চাকরি

১৫

প্লাস্টিক বর্জ্যের নতুন সমাধান

১৬

চুল ঝরা ঠেকাতে ঘরেই তৈরি করুন ভেষজ প্যাক

১৭

শীতকালে হৃদরোগীদের করণীয়

১৮

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

১০ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে

২০
X