কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৯:৪৭ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাসের তারিখ ঘোষণা

পুরোনো ছবি
পুরোনো ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার শিক্ষার্থীদের টার্গেট কলেজে ভর্তি। এবার একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১০ আগস্ট। শেষ হবে ২০ আগস্ট। ২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হবে। ৫ অক্টোবর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

সোমবার (৩১ জুলাই) কলেজে ভর্তির নীতিমালা চূড়ান্তকরণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

আরও পড়ুন: বুয়েটের গ্রেপ্তার ৩১ শিক্ষার্থীর পরিচয় মিলল

ঢাকা বোর্ড চেয়ারম্যান কালবেলাকে বলেন, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে আজ একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুমোদন হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। শেষ হবে ২০ আগস্ট। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।

তিনি বলেন, এবার আবেদন ফি ১৫০ টাকা করা হয়েছে। আর রেজিস্ট্রেশন ফি সব মিলিয়ে ছিল ৩২৮ টাকা, এবার ৭ টাকা বাড়িয়ে ৩৩৫ টাকা করা হয়েছে।

নীতিমালার খসড়া চূড়ান্ত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, চিঠি হাতে পেলে আমরা বিস্তারিত জানাব।

এর আগে দুপুর ১টায় জুম প্লাটফর্মে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে চলতি বছরের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা সংক্রান্ত বৈঠক হয়। সেখানে গত বছরের নীতিমালা প্রায় অভিন্ন রেখে ভর্তি নীতিমালা-২০২৩ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষ অংশ নেন।

ঢাকা বোর্ড সূত্র জানিয়েছে, এবারও একাদশে ভর্তিতে তিন ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। ৩১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে। ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন নিয়ে ফল প্রকাশ করা হতে পারে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচিতরা নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। ২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হবে। ৫ অক্টোবর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

গত শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি / ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

তানভীরের ফাইফারে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

ফারিন খানের রহস্যময় পোস্ট, কী চলছে এই অভিনেত্রীর জীবনে?

১০

যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

১১

ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ

১২

পানি আগ্রাসন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান

১৩

নির্বাচন নিয়ে টালবাহানার জবাব রাজপথে দেওয়া হবে : মুরাদ

১৪

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সাজু

১৫

বাংলাদেশে ঠেলে দিতে বিশেষ বিমানে করে ২০০ জনকে সীমান্তে আনল ভারত

১৬

যে কারণে চুম্বন দৃশ্যে না বলেন সালমান, রহস্য ফাঁস করলেন আরবাজ

১৭

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলে ৩৪৭ রোগী পেলেন অনুদান

১৮

ইনসাফের বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই: বুলবুল

১৯

চবি ভিসিকে শিক্ষার্থী / ‘নিজের যোগ্যতায় বসেননি, আমরা আপনাকে বসিয়েছি’

২০
X