কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৩:১৫ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বিশ্ববিদ্যালয় মেলা 

যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বিশ্ববিদ্যালয় মেলার একাংশ। ছবি : কালবেলা
যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বিশ্ববিদ্যালয় মেলার একাংশ। ছবি : কালবেলা

বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রদানে সহায়তা করতে দেশটির ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় মেলার।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকার ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বিশ্ববিদ্যালয় মেলার উদ্বোধন করেন পাবলিক এনগেইজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান ও ডেপুটি ডিরেক্টর ব্রেন ফ্ল্যানিগান।

মেলায় যুক্তরাষ্ট্রের ১০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, নিউ জার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটা, ইউনিভার্সিটি অ্যাট বাফেলো, দ্য স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, ইউনিভার্সিটি অব কানসাস, নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ডেপাও ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব অ্যারিজোনা -এর ভর্তি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয় যুক্তরাষ্ট্রে গমনেচ্ছু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সম্ভাব্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্কুল কাউন্সিলরদের।

এসময় শিক্ষার্থীরা জানান, যুক্তরাষ্ট্রের এডুকেশন ফেয়ারের মাধ্যমে দেশের বাইরে উচ্চ মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারছেন এবং পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টাতে এ মেলা ভূমিকা রাখবে।

অভিভাবকরা মেলায় অংশ নিয়ে জানান, দূতাবাসের এমন উদ্যোগের ফলে সন্তানরা পছন্দসই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

এসময় পাবলিক এনগেইজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের অর্জনকে প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে বাংলাদেশের শিক্ষার্থীরা নেতৃত্ব, খেলাধুলা, পারফর্মিং আর্টস, হ্যাকাথন এবং বিতর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, যা তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য তাদের প্রস্তুত করছে।

তিনি আরও বলেন, গবেষণায় উদ্ভাবন হোক বা সাংস্কৃতিক সংযোগ গড়ে তোলা উভয় ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে একটি স্থায়ী প্রভাব রেখে যাচ্ছে।

আর পাবলিক এনগেইজমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টও ব্রেন ফ্ল্যানিগান বলেন, আমরা জানি বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী এবং আনন্দের কথা- এসব মেধাবীদের খুঁজে যুক্তরাষ্ট্রের ১০টি নামকরা বিশ্ববিদ্যালয় এখানে এসেছে। বাংলাদেশের ১৩ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছে। আমরা আশা করি এ মেলার মাধ্যমে আরও শিক্ষার্থী সুযোগ পাবে।

এডুকেশন ইউএসএ যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়িত একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যা ১৭৮টি দেশে ৪২৫টিরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শ কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়। এই নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষাকে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের কাছে প্রচার করে। এবারের মেলায় সম্ভাব্য শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ঢাকার বিভিন্ন স্থান থেকে ৫০০ জনের বেশি অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

কিপারের হেডে রিয়ালের পতন

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

১০

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

১১

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১২

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

১৩

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

১৪

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

১৫

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

১৬

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১৭

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১৮

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১৯

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

২০
X