কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

পলিটেকনিক শিক্ষার্থী
রাজধানীতে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ। পুরোনো ছবি

ছয় দফা দাবিতে আজ রাজধানীসহ সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’। রোববার (২০ এপ্রিল) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনের পক্ষে কথা বলা শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

কারিগরি ছাত্র আন্দোলনের এ কর্মসূচি কুমিল্লায় পূর্বঘোষিত আন্দোলনের সময়কার ‘হামলার’ প্রতিবাদ হিসেবেও পালন করা হচ্ছে। শনিবার দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান দেন। কুমিল্লায় হামলার বিচার, আহতদের সুচিকিৎসা এবং দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মহাসমাবেশ হবে। কর্মসূচি চলাকালীন যেন কোনো ধরনের জনদুর্ভোগ না ঘটে, সে বিষয়ে সজাগ থাকতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

এ সময় জোবায়ের পাটোয়ারী বলেন, কর্তৃপক্ষ যদি দ্রুত দাবি মেনে নেয়, তাহলে আমরা রাজপথ ছেড়ে আলোচনায় বসতে আগ্রহী। কুমিল্লার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারও আমাদের দাবি। আমরা চাই, সরকারের উচ্চপর্যায়ে আমাদের দাবির বিষয়টি পৌঁছায় এবং এর সুষ্ঠু সমাধান হোক।

এর আগে গত বুধবার ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এরপর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে আলোচনায় শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওযায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে। শুক্রবার তারা সারা দেশে কাফন মিছিল কর্মসূচি পালন করে।

ছয় দফা দাবি হলো—হাইকোর্টের রায় বাতিল করে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা; পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা; ২০২১ সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে সংশোধিত নিয়োগবিধি প্রণয়ন; ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণসহ মানসম্পন্ন কারিকুলাম চালু; এই কোর্সকে পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালনা এবং ৪ বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য দশম গ্রেডে পদ সংরক্ষণসহ নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপিল বিভাগের রায় / সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

চট্টগ্রামে টাইগারদের দাপট, বৃষ্টির আগেই বাংলাদেশ নিয়ন্ত্রণে ম্যাচ!

আনিসুল, সালমান ও চৌধুরী মামুন ফের রিমান্ডে 

অল্পতেই পার পেলেন রুডিগার!

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

হাজিদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মক্কা পুলিশ

১০

পলিথিনে মোড়ানো অ্যাম্বুলেন্স রিকশাভ্যানই রোগীদের ভরসা

১১

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

১২

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল

১৩

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

১৪

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

১৫

ছুটির ৩ দিনে ঢাকায় টানা সমাবেশ

১৬

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৭

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

১৮

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

১৯

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

২০
X