কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ
শিথিল ‘শাটডাউন’

আজ খুলছে পলিটেকনিকের তালা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কারিগরি শিক্ষার্থীদের চলমান শাটডাউন কর্মসূচি শিক্ষকদের অনুরোধে সাময়িকভাবে শিথিল করেছেন কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ।

বৃহস্পতিবার (০৮ মে) সকাল ১১টা থেকে দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে তালা খুলে ক্লাস কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার (০৭ মে) আইডিইবির উদ্যোগে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ও প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানান। পরে শিক্ষক এই আহ্বান ও শিক্ষার স্বার্থে কারিগরি ছাত্র আন্দোলন শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষা সপ্তাহে শিক্ষক সমাজের আন্তরিকতা ও সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা স্পষ্ট করে দিয়েছেন—দীর্ঘদিন ধরে দাবি করা ৬ দফা বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন আরও জোরালোভাবে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্মানিত শিক্ষকদের অনুরোধ এবং কারিগরি শিক্ষা সপ্তাহে আন্তরিক উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের সিদ্ধান্ত মোতাবেক শাটডাউন কর্মসূচি শিথিল করা হয়েছে। তাই ৮ মে থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্লাস কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ৬ দফা দাবিতে সারাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে ক্লাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের আন্দোলন কৌশলগতভাবে সাময়িক বিরতি নিচ্ছে, তবে দাবি পূরণ না হলে ‘ছয় দফা না হয় মৃত্যু’ স্লোগান নিয়ে আবারও কঠোর আন্দোলনে নামবে তারা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মূল বিষয়গুলো হচ্ছে —

১. কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকীকরণ।

২. ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাধ্যতামূলক ও সুনির্দিষ্ট সময় নির্ধারণ।

৩. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরিতে আলাদা কোটা।

৪. শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও দ্রুততার নিশ্চয়তা।

৫. বৃত্তি ও আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি।

৬. আইডিইবিকে সরকারি স্বীকৃতি প্রদান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের বিপক্ষে নতুন শুরুর প্রত্যাশায় জাকের

সৌম্যর জায়গায় দলে এলেন সাকিব

বিবাহিত ব্যক্তির নামাজ অবিবাহিত ব্যক্তির চেয়ে কি ৭০ গুণ উত্তম?

এআই চশমা আনল মেটা, ক্যামেরা-ডিসপ্লে কি নেই তাতে!

ট্রফি বিতর্কে এবার ভারতীয় গণমাধ্যমকে আক্রমণ নকভির

যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে সতর্ক করল বিএনপি

পূজা বিঘ্ন করতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনদুপুরে টাকাভর্তি ব্যাগ ছিনতাই

গাজা অভিমুখী ফ্লোটিলায় উড়ছে বাংলাদেশের পতাকা

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি : নজরুল ইসলাম আজাদ

১০

রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে বার্সা-পিএসজি, ফ্রিতে দেখবেন যেভাবে

১১

‘তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন’

১২

কার মাধ্যমে ফেমাস হয়েছেন, জানালেন অনন্ত জলিল

১৩

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ১০ কেন্দ্রীয় নেতা

১৪

নিম্নচাপে পরিণত সাগরের লঘুচাপ, কোন সমুদ্রবন্দর থেকে কত দূরে

১৫

সিজারের কাঁচি দিয়ে ৪ জনকে জখম করলেন চিকিৎসক

১৬

চিয়া সিডের তেল মাথায় দিলে কী হয়? জানলে চমকে যাবেন

১৭

রবিনসনের শতকেও লাভ হলো না, মার্শ ঝড়ে অস্ট্রেলিয়ার জয়

১৮

৭০ বছরে বিয়ে করলেন বৃদ্ধ, ‘বাসর রাতে’ মৃত্যু

১৯

অবসর নিয়ে মেসিকে সতর্ক করে দিলেন সাবেক ব্রাজিল তারকা

২০
X