জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে ৩২৩ কোটি টাকার বাজেট পাস

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার মূল বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের ৩৩৭ কোটি ৯৩ লাখ টাকার সংশোধিত বাজেট পাস করেছে সিনেট।

শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ৪২তম বার্ষিক সিনেট অধিবেশনে বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব।

গত অর্থবছরে (২০২৪-২৫) বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে মোট বাজেটের শতকরা ২.১৪ ভাগ (৭ কোটি ২৪ লাখ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাজেটের শতকরা শূন্য দশমিক ৪৪ ভাগ (১ কোটি ৫০ লাখ) বরাদ্দ ছিল, যা এবার বাড়িয়ে গবেষণা খাতে বাজেটের ২ দশমিক ৮৫ শতাংশ (৯ কোটি ২৩ লাখ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাজেটের শূন্য দশমিক ৬৮ শতাংশ (২ কোটি ২০ লাখ) বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট পর্যালোচনা করে পাওয়া যায়, বেতন-ভাতা বাবদ ১৮১ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা মোট বাজেটের ৫৬ দশমিক ২৪ শতাংশ। বেতন-ভাতা বাবদ বরাদ্দ বেড়েছে ১ কোটি ৮৬ লাখ টাকা। পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭২ কোটি ২৮ লাখ টাকা, যা মোট বাজেটের ২২ দশমিক ৩৫ শতাংশ। এ খাতে গত বাজেটে বরাদ্দ ছিল ৭০ কোটি ১৫ লাখ টাকা।

পেনশন ও অবসর খাতে ৩৮ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের ১১.৯৯ শতাংশ। অন্যান্য ব্যয় বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৩১ শতাংশ। যন্ত্রপাতি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি ৭২ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৭৭ শতাংশ। যানবাহন ক্রয় বাবদ ২ কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের শূন্য দশমিক ৭১ শতাংশ। অন্যান্য মূলধন বাবদ ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের শূন্য দশমিক ১৫ শতাংশ।

এদিকে শিক্ষার্থী সংশ্লিষ্ট বেশ কিছু খাতে কমানো হয়েছে বরাদ্দ। পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি ৮১ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৮০ শতাংশ। এ খাতে গত বছরের বাজেট ছিল ৯ কোটি ৪৭ লাখ টাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের শূন্য দশমিক ১৪ শতাংশ। গত বছরে এ খাতে বরাদ্দ ছিল ৮০ কোটি টাকা। এছাড়া পেনশন ও অবসর সুবিধা বাবদ গত অর্থবছরে ৬০ কোটি টাকা বরাদ্দ থাকলেও এ বছর ২১ কোটি ২৩ লাখ টাকা কমিয়ে ৩৮ কোটি ৭৭ লাখ টাকা করা হয়েছে।

উক্ত বাজেটের ২৭৯ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন থেকে দেওয়া হচ্ছে। বাকি অর্থ নিজস্ব সূত্র থেকে আয়কৃত ৪৪ কোটি টাকা থেকে প্রদান করা হবে। বাজেটের নিজস্ব উৎসগুলো হলো- ছাত্রছাত্রীদের নিকট থেকে প্রাপ্ত ফিস থেকে ৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা, ভর্তি ফরম থেকে প্রাপ্ত ২৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা, বিভিন্ন চার্জ কর্তন করে ৩ কোটি ৭১ লাখ ২১ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি থেকে ৩৩ লাখ টাকা, বিভিন্ন উৎস থেকে আয় ১০ কোটি ১৫ লাখ ৩৯ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

এই আলো কি সেই মেয়েটিই

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

বিচ্ছেদের ব্যথা ভুলতে কতটা সময় লাগে? যা বলছেন বিশেষজ্ঞরা

নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’ চীন থেকে বুঝে পেল বিএসসি

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি : তারেক রহমান

১০

বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘হুংকার’

১১

ইরানের সেনাবাহিনীতে বিপুল সংখ্যক ড্রোন সংযোজন

১২

শেরপুরে বিজিবি মোতায়েন

১৩

‘নির্বাচিত হলে সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করব’

১৪

নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না : নাহিদ ইসলাম

১৫

টেংরাটিলা বিজয় : বাংলাদেশ ক্ষতিপূরণ পাচ্ছে ৫১৬ কোটি টাকা

১৬

কুবির ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দেশনা

১৭

বিএনপির আরও ২০ নেতাকে বহিষ্কার 

১৮

আপনার অজান্তেই কোন কোন ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে গুগল? জানুন

১৯

রাকসুর সাবেক ৩ প্রার্থীকে যেসব পরামর্শ দিলেন তারেক রহমান

২০
X