জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে ৩২৩ কোটি টাকার বাজেট পাস

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার মূল বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের ৩৩৭ কোটি ৯৩ লাখ টাকার সংশোধিত বাজেট পাস করেছে সিনেট।

শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ৪২তম বার্ষিক সিনেট অধিবেশনে বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব।

গত অর্থবছরে (২০২৪-২৫) বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে মোট বাজেটের শতকরা ২.১৪ ভাগ (৭ কোটি ২৪ লাখ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাজেটের শতকরা শূন্য দশমিক ৪৪ ভাগ (১ কোটি ৫০ লাখ) বরাদ্দ ছিল, যা এবার বাড়িয়ে গবেষণা খাতে বাজেটের ২ দশমিক ৮৫ শতাংশ (৯ কোটি ২৩ লাখ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাজেটের শূন্য দশমিক ৬৮ শতাংশ (২ কোটি ২০ লাখ) বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট পর্যালোচনা করে পাওয়া যায়, বেতন-ভাতা বাবদ ১৮১ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা মোট বাজেটের ৫৬ দশমিক ২৪ শতাংশ। বেতন-ভাতা বাবদ বরাদ্দ বেড়েছে ১ কোটি ৮৬ লাখ টাকা। পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭২ কোটি ২৮ লাখ টাকা, যা মোট বাজেটের ২২ দশমিক ৩৫ শতাংশ। এ খাতে গত বাজেটে বরাদ্দ ছিল ৭০ কোটি ১৫ লাখ টাকা।

পেনশন ও অবসর খাতে ৩৮ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের ১১.৯৯ শতাংশ। অন্যান্য ব্যয় বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৩১ শতাংশ। যন্ত্রপাতি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি ৭২ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৭৭ শতাংশ। যানবাহন ক্রয় বাবদ ২ কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের শূন্য দশমিক ৭১ শতাংশ। অন্যান্য মূলধন বাবদ ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের শূন্য দশমিক ১৫ শতাংশ।

এদিকে শিক্ষার্থী সংশ্লিষ্ট বেশ কিছু খাতে কমানো হয়েছে বরাদ্দ। পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি ৮১ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৮০ শতাংশ। এ খাতে গত বছরের বাজেট ছিল ৯ কোটি ৪৭ লাখ টাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের শূন্য দশমিক ১৪ শতাংশ। গত বছরে এ খাতে বরাদ্দ ছিল ৮০ কোটি টাকা। এছাড়া পেনশন ও অবসর সুবিধা বাবদ গত অর্থবছরে ৬০ কোটি টাকা বরাদ্দ থাকলেও এ বছর ২১ কোটি ২৩ লাখ টাকা কমিয়ে ৩৮ কোটি ৭৭ লাখ টাকা করা হয়েছে।

উক্ত বাজেটের ২৭৯ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন থেকে দেওয়া হচ্ছে। বাকি অর্থ নিজস্ব সূত্র থেকে আয়কৃত ৪৪ কোটি টাকা থেকে প্রদান করা হবে। বাজেটের নিজস্ব উৎসগুলো হলো- ছাত্রছাত্রীদের নিকট থেকে প্রাপ্ত ফিস থেকে ৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা, ভর্তি ফরম থেকে প্রাপ্ত ২৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা, বিভিন্ন চার্জ কর্তন করে ৩ কোটি ৭১ লাখ ২১ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি থেকে ৩৩ লাখ টাকা, বিভিন্ন উৎস থেকে আয় ১০ কোটি ১৫ লাখ ৩৯ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যূনতম কর একটা কালাকানুন : এনবিআর চেয়ারম্যান

ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম 

চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১০

রাতে খাওয়ার পরও ক্ষুধা লাগার কারণ জেনে নিন

১১

বৃষ্টি-গরম নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১২

প্রেমের স্মৃতি টেনে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

১৩

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

১৪

নদীভাঙনের কবলে শতবর্ষী স্কুল, হুমকিতে মাঠ ও শহীদ মিনার

১৫

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

১৬

দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

১৭

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

১৮

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

১৯

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

২০
X