বিভিন্ন তদন্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তাদের নিজস্ব ফরম্যাট ব্যবহারের প্রবণতা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ছক ছাড়া কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা যাবে না।
বুধবার (০৯ জুলাই) মাউশির পরিচালক অধ্যাপক বিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিটি মাউশির সব উইং পরিচালক, আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক এবং সব সরকারি কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও এর অধীনস্থ দপ্তরগুলো থেকে পরিচালিত তদন্ত কার্যক্রম শেষে তদন্ত কর্মকর্তারা নিজেদের পছন্দমতো ফরম্যাটে প্রতিবেদন দাখিল করছেন, যার ফলে তদন্ত কার্যক্রম এবং এর প্রতিকার বিষয়ে বিভিন্ন ধরনের অস্পষ্টতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতি নিরসনে এখন থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও এর অধীনস্থ দপ্তরগুলোয় কর্মরত কর্মকর্তাদের উপর অর্পিত তদন্ত কার্যক্রম শেষে মাউশি কর্তৃক নির্ধারিত তদন্ত ফরম্যাট ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য করুন