কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ক্রমবর্ধমান প্রচারণা মোকাবিলায় কঠোর নির্দেশনা জারি করেছে কারিগরি শিক্ষা বোর্ড। একইসাথে শিক্ষার্থীদের মাঝে কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়েছে।
বুধবার (০৯ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উপদেষ্টা কমিটির দশম সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোতে উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই হিযবুত তাহরীরের যেকোনো ধরনের প্রচারণা কঠোরভাবে দমন করতে হবে। এর পাশাপাশি, শিক্ষার্থীদের সঠিক ধর্মীয় জ্ঞান প্রদানে মনোযোগী হতে বলা হয়েছে, যাতে তারা বিভ্রান্তিকর মতাদর্শ থেকে দূরে থাকতে পারে।
এছাড়াও, চিঠিতে মাদক সেবনের কুফল সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে একটি জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
মাদ্রাসাসহ কারিগরি প্রতিষ্ঠানে গঠিত আইনশৃঙ্খলা কমিটিগুলোর কার্যক্রম আরও গতিশীল ও দৃশ্যমান করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে।
মন্তব্য করুন