কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইয়ুথ কপ : সবুজ ইশতেহার বাস্তবায়নে তরুণ প্রজন্মের অঙ্গীকার

একশনএইড বাংলাদেশ ও ব্রাইটার্স ইয়ুথ সোসাইটি যৌথভাবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৩’ এর আয়োজন করে। ছবি : একশনএইড
একশনএইড বাংলাদেশ ও ব্রাইটার্স ইয়ুথ সোসাইটি যৌথভাবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৩’ এর আয়োজন করে। ছবি : একশনএইড

একশনএইড বাংলাদেশ ও ব্রাইটার্স ইয়ুথ সোসাইটি যৌথভাবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৩’-এর আয়োজন করেছে।

জলবায়ু সংকট মোকাবিলায় তৃণমূল থেকে তরুণদের কণ্ঠস্বরকে জোরদার, জলবায়ু ন্যায়বিচারের দাবি এবং বৈশ্বিক নীতিনির্ধারণী আলোচনায় তাদের দাবিগুলোর উপস্থাপন করতে বুধ থেকে শুক্রবার (৬-৮ সেপ্টেম্বর) এ আয়োজন করা হয়।

সম্মেলনে যুব নেতৃত্বাধীন উদ্যোগ এবং সবুজ ইশতেহারের তাৎপর্যের ওপর জোর দিয়ে জলবায়ু ন্যায়বিচারের জন্য নবায়ণযোগ্য শক্তি, লস অ্যান্ড ডেমেজ এবং লিঙ্গ ভিত্তিক অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়।

এতে ১০০ জন তরুণ প্রজন্মের প্রতিনিধি যুক্ত হয়ে নিরাপদ খাবার পানি, জলাভূমি সংকট, খরা ও বন্যা প্রভাবিত এলাকার দুর্ভোগসহ জলবায়ু সংকট দূর করতে নানা দাবি তুলে ধরেন। এ ছাড়াও তারা বাংলাদেশের প্রেক্ষাপটে কার্বন ক্রেডিট, দূষণকে টেকসই সমাধানে রূপান্তর, কৃষি-খাদ্য নিরাপত্তায় উদ্ভাবনের সুযোগসহ বিকল্প অনুশীলনের বিষয়ে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

উদ্বোধনী অধিবেশনে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, ‘তরুণরা জলবায়ু ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নের মধ্যে সংযোগ উপলব্ধি করতে পেরেছে। তারা জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে। তাদের দাবি ও বক্তব্য অবশ্যই কপ-২৮-এ পৌঁছাতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশে ইয়ুথ কপ আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতীয় পর্যায়ের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করবে।’

তরুণ প্রজন্মের প্রতিনিধি মো. আল আমীন বলেন, ‘আমাদের দেশের মিঠা পানি দিন দিন লবণাক্ত হয়ে পড়ছে, যা কৃষি ও নিরাপদ পানির সংকট তৈরি করছে। বরগুনা, সাতক্ষীরার মতো উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার দেখতে পাই আমরা। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে নারী-শিশুরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এখনই সময় জলবায়ু সংকট ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের।’

সম্মেলনের দ্বিতীয় দিন অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং দুর্যোগ-প্রবণ অঞ্চলগুলোর ওপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়। জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং দুর্যোগ-প্রবণ অঞ্চলের তরুণ অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায়বিচার অর্জনের জন্য টেকসই সমাধানের প্রস্তাব তুলে ধরেন।

দিনের দ্বিতীয় অধিবেশনে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে লস অ্যান্ড ড্যামেজ নিয়ে আলোচনা করা হয়। এতে জলবায়ু অভিযোজন নীতিসহ জলবায় সংকট উত্তরণে তরুণদের দৃষ্টিভঙ্গি উঠে আসে। আসন্ন কপ-২৮ সম্মেলনে জলবায়ু অর্থায়নের অন্তর্ভুক্তির ও কার্যকর করার ওপর জোর দেন তরুণ জলবায়ু কর্মীরা।

সমাপনী দিনে অনলাইনে যুক্ত ছিলেন ইতালীয় দূতাবাসের হেড অফ মিশন ড. ম্যাটিয়া ভেনচুরা, বাংলাদেশের জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, আইসিসিএডির পরিচালক ড. সালেমুল হক ও একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

আলোচকরা মিলান ইয়ুথ কপ-এর ফলোআপ কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং টেকসই জলবায়ু ন্যায়বিচার অর্জনে স্থানীয় অভিযোজনে যুবকদের সম্পৃক্ততা, লস অ্যান্ড ড্যামেজ মোকাবিলায় প্রান্তিক যুবকদের ক্ষমতায়নের ওপর জোর দেন।

আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহারকে প্রভাবিত করার লক্ষ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের দাবির রূপরেখা, অভিযোজন কৌশল প্রণয়ন এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে এ কর্মসূচির মাধ্যমে তৈরি সবুজ ইশতেহারের পক্ষে সমর্থন প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে সম্মেলন শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : নাহিদ

ফের হামলার শিকার কপিল শর্মা

মালিবাগের সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার চার

আলভারেজকে দলে নিতে চান বার্সা মিডফিল্ডার

ইউটিউব আগের চেয়ে কি আলাদা লাগছে, জেনে নিন কারণ

আজ প্রাক্তনকে ক্ষমা করে দিন 

দীর্ঘ ১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি অনেকটাই ন্যায্য : উপ-প্রেস সচিব

অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত, দাবি পাক অভিনেত্রীর

বিমানবন্দরে ক্রিকেটার হেনস্তা, জড়িতদের ধরতে পুলিশের সহায়তা চেয়েছে বিসিবি

১০

ছুটির দিনও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১১

গণমানুষের কণ্ঠস্বর এখন কালবেলা

১২

শিবির প্যানেলের সনাতন ধর্মের সেই সুজন চন্দ্র বিজয়ী

১৩

বাংলাদেশে গুম ও নির্যাতনের বিচার নিয়ে জাতিসংঘের বার্তা

১৪

মাদ্রাসায় ক্রিকেট চালুর চিন্তা বিসিবির, যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

১৫

রাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে বিজয়ী জাতীয় খেলোয়াড় নার্গিস

১৬

১৭ হলের ভিপি-জিএস-এজিএস পদে ছাত্রশিবিরের জয়

১৭

আরিয়ান একদম সুইটহার্ট: ঈশিকা দে

১৮

পুরো কলেজে একজন পরীক্ষার্থী, তবু ফেল

১৯

জানা গেল দুপুর পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া

২০
X