বৈষম্যহীন দেশ গঠনের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয়েছে ২২তম বিসিএস ফোরামের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শরৎসন্ধ্যা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আড়ম্বরপূর্ণ আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিসিএসের ২২ ব্যাচের ২৬টি ক্যাডারের সমন্বয়ে গঠিত এ ফোরামের নেতৃবৃন্দ অভিষেক অনুষ্ঠানে বলেন, আমাদের লক্ষ্য একটাই— সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে কার্যকর সম্মিলিত উদ্যোগ গ্রহণ।
এ সময় তারা স্লোগান দেন, একতাই বল, একতাই আমাদের অস্তিত্ব।
নেতৃবৃন্দ জানান, বিভেদ ভুলে ঐক্যের শক্তিতে এগিয়ে যাওয়াই হবে তাদের প্রধান অঙ্গীকার। আলোচনায় বিশেষভাবে উঠে আসে— আন্তঃক্যাডার, নন-ক্যাডার কিংবা সিনিয়র-জুনিয়রের ভেদাভেদ না রেখে ঐক্যের মাধ্যমে একসঙ্গে এগিয়ে চলার বার্তা।
অনুষ্ঠান শেষে জমকালো ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবযাত্রার এই আয়োজন শেষ হয়।
মন্তব্য করুন