সদ্য পাসকৃত অ্যালামনাইদের (ব্যাচ স্থাপত্য ২০১৬, নগর ও অঞ্চল পরিকল্পনা ২০১৭, প্রকৌশল ২০১৭) সংবর্ধনা দিবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অ্যালামনাই। আগামী ২১ সেপ্টেম্বর বুয়েটের জিমনেশিয়াম ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া একই অনুষ্ঠানে বুয়েট অ্যালামনাইয়ের ওয়েবসাইটও (buetalumni.org) উদ্বোধন করা হবে।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও সম্মানিত অতিথি হিসেবে খালেদ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার, নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাজমুল আহসান খালেদ উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে বুয়েটের উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রকৌশলী জিয়াউল হাসান উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. আইনুন নিশাত। অনুষ্ঠানের শেষ দিকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
মন্তব্য করুন