

বাংলাদেশি তরুণ পেশাজীবী সালিম শাদমান যুক্তরাজ্যের পেনশন ও ফাইন্যান্স খাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ জয় করেছেন। প্রফেশনাল পেনশনস প্রতি বছর যে কয়েকটি শীর্ষ পুরস্কার দিয়ে থাকে, তার মধ্যেই এটি সবচেয়ে সম্মানজনক হিসেবে বিবেচিত।
সালিম শাদমান বর্তমানে এনএইচএস বিজনেস সার্ভিসেস অথরিটিতে পেনশন অ্যাডভাইজার হিসেবে কর্মরত রয়েছেন। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের বিপুল সংখ্যক কর্মীর পেনশন ব্যবস্থাপনা ও সেবায় তার গুরুত্বপূর্ণ অবদান তাকে তরুণ প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় পেশাজীবী হিসেবে এই স্বীকৃতি এনে দিয়েছে। দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং জাতীয় পর্যায়ে প্রভাবশালী ভূমিকার ভিত্তিতেই তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে সালিম শাদমান বলেন, ‘শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে নয়, বরং একজন বাংলাদেশি হিসেবে এই অর্জন আমার কাছে দারুণ গৌরবের। এনএইচএসের সব প্রতিষ্ঠানের মধ্যে আমি একমাত্র মনোনীত হয়েছি এবং পুরস্কারপ্রাপ্ত একমাত্র বাংলাদেশি— এটি সত্যিই এক বিশেষ অর্জন।’
নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত উল্লেখ করে বাংলাদেশি এই তরুণ পেশাজীবী বলেন, ‘আমি যেখানেই থাকি, নিজ দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ববোধ সবসময় আমাকে শক্তি দেয়। আশা করি, এই সাফল্য দেশের তরুণদের আরও বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে— যেন তারা আত্মবিশ্বাস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে পারে।’
সালিম শাদমান ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে ইকোনমিক্সে স্নাতক এবং নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট ও মার্কেটিং-এ ডাবল মেজর সম্পন্ন করেছেন। আর্থিক সেবা খাতে আসার আগে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের টেনিস খেলোয়াড়। আন্তর্জাতিক কোর্টে দেশের হয়ে খেলেছেন, আর এখন বিশ্বমানের পেশাদার অঙ্গনে দেশের মর্যাদা বাড়াচ্ছেন ভিন্ন দক্ষতায়।
নিজের যাত্রা সম্পর্কে তিনি বলেন, ‘খেলার মাঠ হোক বা পেশাজীবনের প্রতিযোগিতা– দেশকে সঠিকভাবে উপস্থাপন করা আমার কাছে একই রকম গুরুত্বপূর্ণ। আশা করি আমার এই অর্জন তরুণ বাংলাদেশিদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং তারা নিজেদের শিকড় ভুলে না গিয়ে বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে যাবে।’
মন্তব্য করুন