

মানুষের মৌলিক চাহিদা তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা বিধানের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
লায়ন ফারুক বলেন, ২০২৫ সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘মানবাধিকার : আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। একই সঙ্গে, বাংলাদেশসহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হয়, সেজন্য মানবাধিকার রক্ষা আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য।
তিনি বলেন, আমাদের দেশ দীর্ঘ দেড় দশক ফ্যাসিবাদী দুঃশাসনের কালো অধ্যায় পার করেছে, যখন মানবাধিকার সমাধিস্থ করা হয়েছিল। গণতন্ত্রকে নিশ্চিহ্ন করা হয়েছিল, রাষ্ট্রব্যবস্থাকে নেওয়া হয়েছিল হাতের মুঠোয়। এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন-তারা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হোন না কেন-তাদের মিথ্যা মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হয়েছে।
১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, আজ আমরা এক নতুন যাত্রায় আছি- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষার যাত্রা। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা এমন হতে হবে, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। দারিদ্র্যকে আজ বিশ্বের সবচেয়ে গুরুতর মানবাধিকার চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। মানবাধিকার প্রতিষ্ঠায় দারিদ্র্য দূরীকরণ একটি অর্জনযোগ্য লক্ষ্য।
তিনি বলেন, এই মুহূর্তে দেশের মানুষ মানবাধিকার রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ। মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এ যাত্রায় সবার এগিয়ে আসতে হবে, জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।
হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের সহসভাপতি আসাদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে এবং ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ মোস্তাক আহমেদ ভাসানী, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাসেম মজুমদার, বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টির আহ্বায়ক মো. আব্দুল আহাদ নূর, ন্যাশনাল লেবার পার্টির ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ, কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন