সড়ক দুর্ঘটনায় নিহত ৪১তম বিসিএস-এর সুপারিশপ্রাপ্ত ক্যাডার (শিক্ষা) রুবেল পারভেজের পরিবারের কাছে সহায়তাবাবদ ৫ লাখ ৮২ হাজার টাকা প্রদান করেছে ৪১তম বিসিএস অল ক্যাডারস ফোরাম।
সোমবার (৪ ফেব্রুয়ারি) এক্সিম ব্যাংক সাভার শাখায় নিহত রুবেল পারভেজের একমাত্র সন্তান ফারিহা পারভেজ রাইসার নামে ৫ লাখ টাকার একটি এফডিআর এবং তার মায়ের হাতে নগদ ৮২ হাজার টাকা হস্তান্তর করা হয়।
এ সময় ৪১তম বিসিএস অল ক্যাডার ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন উৎপল সাহা, ইশতিয়াক মাইদুল ইসলাম, সানোয়ার হোসেন এবং রাকিব মাহাদি।
৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার (অর্থনীতি) সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজ গত ৭ ডিসেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি মার্কেন্টাইল ব্যাংকের মানিকগঞ্জের ঝিটকা শাখায় চাকরি করতেন। ধামরাই পৌর এলাকার বাগনগর এলাকায় থাকতেন। সেখান থেকে কর্মস্থলে যেতে বাসের জন্য অপেক্ষার সময় এই দুর্ঘটনা ঘটে।
মন্তব্য করুন