বৃষ্টি শেখ খাদিজা
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ শাড়িতে বাঙালি নারী

মডেল : অভিনেত্রী সোহানা সাবা; মেকআপ : মার্ভেলাস বাই ফেরদৌস আহসান অর্ক; পোশাক : সাফিয়া সাথী; ছবি : রনি বাউল
মডেল : অভিনেত্রী সোহানা সাবা; মেকআপ : মার্ভেলাস বাই ফেরদৌস আহসান অর্ক; পোশাক : সাফিয়া সাথী; ছবি : রনি বাউল

ঈদের মেকআপ যেমনই হোক না কেন পোশাক হওয়া চাই আরামদায়ক। আর বাঙালি নারীরা পোশাকের মধ্যে শাড়িকে একধাপ এগিয়ে রাখেন। তাই ঈদের পোশাকে সালোয়ার-কামিজ, কুর্তি, টপস যা-ই থাকুক না কেন একটা শাড়ি থাকা চাই-ই চাই। লিখেছেন বৃষ্টি শেখ খাদিজা

ঈদুল আজহা এবং গরমের এই সময়ে আরামের বিষয়টি মাথায় রেখে শাড়ির কালেকশন নিয়ে এসেছেন ক্লোদিং ব্র্যান্ড সাফিয়া সাথী। যার মধ্যে আছে কাতান, বেনারসি, মসলিন, চিনন ফেব্রিক ও জর্জেট।

চিনন ফেব্রিক

চিনন ফেব্রিকের শাড়িটি প্রসঙ্গে ডিজাইনার সাফিয়া সাথী বলেন, ঈদের মধ্যে যেহেতু গরম থাকবে, তাই চিনন ফেব্রিকের ডাবল শেডের এই শাড়িটি বেশ আরামদায়ক হবে। টিফনি ব্লু ও অ্যাশি ব্লুর লাইট-ডিপ শেডের এই শাড়িতে আছে জারদৌজি। আছে সিক্যুয়েন্স এবং বিডস। আরও আছে হ্যান্ড এব্রয়ডারি। শাড়ির সম্পূর্ণ বর্ডারে হেভি স্টোনের কাজ। এত কাজ থাকলেও শাড়িটি খুব বেশি ভারী নয়।

বলাকা সিল্ক

এবার ঈদে আরামের কথা চিন্তা করে বলাকা সিল্কের শাড়িও ডিজাইন করেছেন সাফিয়া সাথী। ফিরোজা রঙের এই শাড়ির কাজ নিয়ে তিনি বলেন, সুন্দর রঙের এই শাড়িতে আছে বিডস এবং পার্লের কাজ। তবে এ শাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বর্ডার। সম্পূর্ণ বর্ডারে আছে বিডস ও পার্লের কাজ।

মসলিন

চিনন ফেব্রিক ও বলাকা সিল্কের পাশাপাশি নিজের ঈদ কালেকশনে মসলিনের শাড়িও রেখেছেন সাফিয়া সাথী। নিজের ডিজাইন করা হলুদ রঙা এ শাড়ির ডিজাইন প্রসঙ্গে এই ফ্যাশন ডিজাইনার বলেন, হলুদ রঙের মসলিনের এ শাড়িতে মাল্টি থ্রেড ওয়ার্কের সঙ্গে কিছু হ্যান্ড এমব্রয়ডারি আছে। ঈদ যেহেতু গরমের মধ্যে পড়েছে, তাই সে চিন্তা থেকেই এবারের কালেকশনের ডিজাইন করা হয়েছে। আমার প্রতিটি শাড়িই সামার ফ্রেন্ডলি। তাই চাইলে যে কেউ সকাল হোক বা দুপুর, রাত যে কোনো সময় শাড়িগুলো পরতে পারবেন।

শাড়ির সঙ্গে সাজ

ঈদ মানেই তো সাজগোজ করে ঘোরাঘুরি, গেট-টুগেদার বা বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকা। তবে সাজের ক্ষেত্রে অতিরিক্ত মেকআপ কোনোভাবেই নয়, ন্যাচারাল মেকআপেই থাকতে পারেন সুন্দর। কারণ ন্যাচারাল মেকআপে ঠিক থাকে ত্বকের টোন। তাই বেইজ মেকআপে কয়েকটি সহজ টিপস অনুসরণ করে কীভাবে ন্যাচারাল লুক দিয়েছেন মার্ভেলাস বাই ফেরদৌস আহসান অর্ক।

মেকআপের শুরুতেই স্কিন ভালোভাবে প্রস্তুত করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ত্বক যদি সঠিভাবে প্রস্তুত না করা হয় তাহলে যত ভালো মেকআপই করা হোক না কেন, তা ফ্ললেস লুক দিতে পারে না, ন্যাচারাল লুক তো দূরে থাক। ত্বক প্রস্তুতের পর বেইজ মেকআপের ক্ষেত্রে ভারী ফাউন্ডেশন যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন অর্ক। তিনি জানান, ঈদের দিনের সাজের জন্য ম্যাট ফাউন্ডেশন দিয়ে বেইজ করা ভালো। তবে রাতের সাজের ক্ষেত্রে ভারী মেকআপ করা যেতেই পারে।

ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর ত্বক হাইলাইট করার জন্য কনসিলার ব্যবহার করা জরুরি, আর এমন শেডের কনসিলার ব্যবহার করুন, যেটা স্কিনটোনের চেয়ে এক বা দুই শেড লাইট। ফাউন্ডেশন ও কনসিলার অ্যাপ্লাই করার পর একটা লুজ পাউডারের সাহায্যে ত্বক ভালোমতো সেট করে নিন। মনে রাখবেন, সঠিকভাবে ফাউন্ডেশন ও কনসিলার অ্যাপ্লাই করার ওপর ফ্ললেস, গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক পাওয়া অনেকটাই নির্ভর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ত্বকে যে প্রসাধনী ব্যবহার করুন না কেন, চেষ্টা করবেন খুব বেশি পরিমাণে ব্যবহার না করতে।

এই মেকআপ আর্টিস্ট আরও বলেন, ফাউন্ডেশন ও কনসিলার ব্যবহারের পর অবশ্যই ব্লাশ ব্যবহার করতে হবে। ন্যাচারাল রঙের ব্লাশ লাগিয়ে নিতে হবে চিকবোনে। রাতের জমকালো অনুষ্ঠানে চাইলে শিমার পাউডার ব্যবহার করতে পারেন। আজকাল নিউড শেডের লিপস্টিকের ট্রেন্ড চলছে। তাই ঠোঁটের সাজে ব্যবহার করা যেতে পারে বাদামি টোনের কোনো নিউড লিপস্টিক। তবে যারা গাঢ় লিপস্টিক পছন্দ করেন তারা ত্বকের টোনের সঙ্গে মানায়, এমন কিছু বাছাই করুন।

সবশেষে অর্ক বলেন, সব ক্ষেত্রেই মেকআপ ব্লেন্ডিং খুব জরুরি। ত্বকের সঙ্গে বেজ যত ভালোভাবে মিশে যাবে, ততই ‘ন্যাচারাল লুক’ আসবে। মেকআপের একদম লাস্ট ধাপ হলো সেটিং স্প্রের সাহায্যে পুরো ফেসের মেকআপ সেট করে নেওয়া। যদি আপনার মেকআপ গ্লোয়িং এবং একই সঙ্গে লং লাস্টিং রাখতে চান, তাহলে ইল্যুমিনেটিং বা ডিউয়ি ফিনিশ দেয় এমন একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করুন। এতে মেকআপ সেট হয়ে যাবে, মেকআপ লুকটা দেখতে গ্লোয়িং লাগবে এবং দিনভর বাইরে থাকলেও মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না।

চুলের স্টাইলিংয়ের জন্য চাইলে মাঝখানে সিঁথি করে চুল ছেড়ে নিচের দিকটা কার্ল করে দিতে পারেন। আবার চাইলে টাইট করে খোপাও করে নিতে পারেন।

কিছু বিষয় মনে রাখুন

> মেকআপ তোলা বা চটজলদি রিটাচ করার জন্য ক্লিনজিং মিল্ক রাখুন। > ত্বকের ধরন বুঝে নির্বাচন করুন কসমেটিকস। > আবহাওয়ার সঙ্গে বদলে ফেলুন মেকআপ কিটের সরঞ্জাম। > কেনার সময় অবশ্যই ভালো ব্র্যান্ড দেখে কিনুন। > একই সঙ্গে পণ্যের গুণগত মান ও মেয়াদ দেখে নিন। > মেয়াদ শেষ হওয়ার পর নামি কসমেটিকসও ত্বকের জন্য ক্ষতিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X