কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:২৭ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ

নির্বাচন কমিশনের লোগো। ছবি সংগৃহীত
নির্বাচন কমিশনের লোগো। ছবি সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমাদানের সময়সীমা আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ হচ্ছে। ঘোষিত তপশিল অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে কিংবা সরাসরি মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

এ সময় প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামার মাধ্যমে আট ধরনের তথ্য জমা দিতে হবে। এর কিছু তথ্যের পক্ষে কাগজপত্রও দাখিল করতে হবে। হলফনামার তথ্য ভোটারদের মধ্যে প্রচার করতে হবে রিটার্নিং কর্মকর্তাকে। নির্বাচনী এলাকার বিভিন্ন হাটবাজারসহ জনাকীর্ণ স্থানে প্রচারের ব্যবস্থা করতে হবে।

হলফনামায় যে ৮ ধরনের তথ্য দিতে হবে: পরিপত্র অনুযায়ী প্রার্থীদের হলফনামায় যে আট ধরনের তথ্য দিতে হবে তার মধ্যে রয়েছে—প্রার্থীর অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটসহ উত্তীর্ণ পরীক্ষার নাম, প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা আছে কি না, অতীতে প্রার্থীর বিরুদ্ধে দায়েরকৃত কোনো ফৌজদারি মামলার রেকর্ড আছে কি না এবং থাকলে তার রায় কী ছিল সেই তথ্য, পেশার বিস্তারিত বিবরণ, আয়ের উৎস বা উৎসসমূহ: আয়কর রিটার্ন এবং মনোনয়নপত্রের সঙ্গে প্রদত্ত তথ্যের সামঞ্জস্যপূর্ণ হওয়া, প্রার্থীর নিজের ও অন্য নির্ভরশীলদের পরিসম্পদ ও দায় এর বিবরণী, এর আগে জাতীয় সংসদের সদস্য ছিলেন কি না এবং থাকলে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি কতটা অর্জন সম্ভব হয়েছিল সেই তথ্যাদি, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রার্থী একক বা যৌথভাবে বা তার ওপর নির্ভরশীল সদস্যের নেওয়া ঋণের পরিমাণ অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হওয়ার সুবাদে সেসব প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের পরিমাণ সংক্রান্ত তথ্য।

দাখিলকৃত হলফনামার তথ্য স্বয়ংসম্পূর্ণ হতে হবে। যদি কোনো প্রার্থী হলফনামা দাখিল না করেন বা অসত্য তথ্য দেন বা তথ্য গোপন করেন বা যথাযথ প্রমাণাদি দাখিল না করেন তাহলে তার মনোনয়নপত্র বাতিল হবে।

এদিকে নানা গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত নির্বাচনের পুনঃতপশিল হচ্ছে না। গতকাল বুধবার (২৯ নভেম্বর) রাত পর্যন্ত পুনঃতপশিলের ব্যাপারে কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে ইসি সূত্রে জানা যায়।

সূত্র আরও জানায়, বেশ কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে নানা মহলে আলাপ ও গুঞ্জন চলছিল। বিশেষ করে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে পুনঃতপশিলের দাবি জানান।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আয়কর রিটার্নের শেষ দিন হওয়ায় অন্তত মনোনয়নপত্র জমাদানের সময় সপ্তাহখানেক বাড়ানোরও দেওয়ার অনুরোধ জানান। এর পরই মূলত বিষয়টি আলোচনায় আসে। নির্বাচন কমিশনও জানিয়েছিল বিএনপি নির্বাচনে এলে ভোটের পুনঃতপশিল দিতে রাজি তারা। সিইসিসহ অন্য কমিশনারদের বিভিন্ন সময়ের বক্তব্যে সেটি ফুটে উঠে। তবে এখনো বিএনপি নির্বাচন বর্জনে অনড় অবস্থানে আছে।

এ ছাড়া আয়কর রিটার্নের সময়সীমাও দুই মাস বাড়ানোর ঘোষণা দেয় এনবিআর। ফলে পুনঃতপশিলের চিন্তাভাবনা থেকে সরে এসেছে কমিশন।

গতকাল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এক বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, যথাসময়ে নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন করতে তারা বাধ্য। ঘোষিত তপশিল অনুযায়ী, আজই মনোনয়ন ফরম জমা দেওয়ার সময়সীমা শেষ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বলেন, ভোটের তারিখ পিছিয়ে পুনঃতপশিল হলে তারা মানবেন না। ফলে আপাতত তপশিল পেছানো বা পুনঃতপশিলের আর সম্ভাবনাই থাকল না।

ইসির একটি সূত্র জানায়, আপাতত রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো আলামত দেখা না গেলেও ঘোষিত তপশিলের যৌক্তিক সময়ের মধ্যে শেষ পর্যন্ত যদি সমঝোতা হয়েও যায় তবে সম্ভব হলে বড় দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে পুনঃতপশিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কার্যালয়ে ১৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, আওয়ামী লীগের ছয়জন, জাতীয় পার্টির তিনজন, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চারজন, জাতীয় পার্টির-জেপির একজন, জাকের পার্টির দুজন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দুজনসহ মোট ১৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ ছাড়া গত মঙ্গলবার মোট ছয় প্রার্থী মনোনয়ন জমা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবৈশাখীর কবলে প্রাণ গেল র‍্যাব সদস্যের

বার্সা সমর্থকদের কৌতুকে চটলেন ভিনিসিয়ুস

দুর্নীতি-অনিয়মের অভিযোগ বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে

রাস্তা অবরোধ করে দাবি-দাওয়া প্রসঙ্গে ডিএমপির নতুন নির্দেশনা

ভাইরাল মন্তব্যের পর ক্ষমা চাইলেন রিশাদ

ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

একাত্তরের গণহত্যার সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপির

‘বোঝাপড়ায় উন্নতি’ হয়েছে ইরান-যুক্তরাষ্ট্রের

ইয়েমেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে ইসরায়েলের হামলা

‘জামায়াত-শিবিরকে কাজে লাগানো শেষ’

১০

সার্বিক ভূমি ও কৃষি সংস্কার সম্পর্কিত প্রস্তাব

১১

জুলাই গণহত্যা / শেখ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

১২

কার্টআপ নিয়ে এলো ‘মে ম্যাডনেস’ ক্যাম্পেইন

১৩

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

১৪

ভারতে গভীর রাতে প্রাণ গেল ১৩ জনের, সবাই নারী ও শিশু

১৫

নিজেদের কৃতিত্বের কথা জানাল পাকিস্তানের সেনাবাহিনী

১৬

আ.লীগকে নিষিদ্ধ করতে সবার আগে আওয়াজ তুলেছে বিএনপি : পুতুল

১৭

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল 

১৮

অপহরণকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২

১৯

ভারতের ‘ভিত্তিহীন’ দাবির জবাব দিল পাকিস্তানি বাহিনী

২০
X