তারকায় ভরপুর বসুন্ধরা কিংস খুঁজে পেয়েছে তাদের নতুন কোচ। কিউবা মিচেল, তপু বর্মণ, রাকিবদের কোচ হিসেবে আসছেন এক আর্জেন্টাইন। চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে এই নতুন কোচের অভিযান। সবকিছু ঠিক থাকলে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে আর্জেন্টাইন কোচের।
এবারই প্রথম লাতিন কোনো কোচের অধীনে খেলবে বসুন্ধরা কিংস। এর আগে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে ছিলেন স্পেনের অস্কার ব্রুজোন এবং গত মৌসুমে রোমানিয়ার ভ্যালেরিও তিতা।
ব্রাজিলিয়ান কোচ সের্জিয়ো ফারিয়াস বসুন্ধরা কিংসের সঙ্গে এক বছরের জন্য চুক্তিপত্র স্বাক্ষর করে, কথা দিয়েও শেষ পর্যন্ত আসেনি। এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্লাবকে বিপদে ফেলায় ফারিয়াসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা কিংস। ক্লাবটির সভাপতি ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
হেড কোচ না থাকলেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের খেলায় নেতিবাচক কোনো ছাপ পড়তে দেননি ফুটবলাররা। সিরিয়ার শতবর্ষী ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে বসুন্ধরা কিংস পৌঁছে যায় চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে।
মন্তব্য করুন