ঢাকা-২০ আসনে আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমদসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনিসুর রহমান যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। তবে ত্রুটি থাকায় দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
বৈধ হওয়া প্রার্থীরা হলেন-জাতীয় পার্টি খান মোহাম্মদ ইসরাফিল, ন্যাশনাল পিপলস পার্টি রেবেকা সুলতানা, জাকের পার্টি মো. সাইদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী এম এ মালেক ও স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন।
বাতিল হওয়া প্রার্থী হলেন- মুক্তিজোট মো. আমিনুর রহমান ও বাংলাদেশ কংগ্রেস আরজু মিয়া। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. মিনহাজ উদ্দিনের মনোনয়ন স্থগিত করা হয়।
মন্তব্য করুন