কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

আপিল শুনানির দ্বিতীয় দিনের আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি: সংগৃহীত
আপিল শুনানির দ্বিতীয় দিনের আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি: সংগৃহীত

প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনের আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল এ শুনানি চলবে দিনব্যাপী।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

এ সময় দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা আপিল শুনানিতে অংশ নিতে সকাল থেকেই নির্বাচন ভবনের সামনে এসে ভিড় করছেন। এ নিয়ে দুটি প্রবেশ গেটেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনসাধারণের প্রবেশ করা হয়েছে সীমিত। ভেতরে প্রবেশ করতে হলেও মুখোমুখি হতে হচ্ছে তল্লাশীর। সবাইকে একসঙ্গে শুনানি কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে শুনানির জন্য প্রার্থীদের নির্বাচন ভবনের পাশের অস্থায়ী সামিয়ানার নিচে অপেক্ষা করতে হচ্ছে। কিছুসময় পরপর মাইকে আপিল নম্বর উল্লেখ করে ডাকা হচ্ছে শুনানির জন্য। আর শুনানি কক্ষে প্রবেশ করতে পারছেন প্রার্থী, আইনজীবী ও সাক্ষী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিলের শুনানি প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সোমবার (১১ ডিসেম্বর) ৯৫-২০০ নম্বর আপিল, ১২ ডিসেম্বর ২০১-৩০০ নম্বর আপিল, ১৩ ডিসেম্বর ৩০১-৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১-৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে ৯৪টি আবেদনের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৫৬ জনের প্রার্থিতা ফেরত, ৩২ জনের নামঞ্জুর এবং ৬টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে।

প্রসঙ্গত, ইসির ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন রশিদ খান

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে আরএফএল গ্রুপে নিয়োগ

বন্যা-নিম্নচাপের আশঙ্কা, বৃষ্টি ও গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ পেল সুপ্রিম কোর্ট

টম ক্রুজের প্রশংসায় পঞ্চমুখ অনিল কাপুর

স্বর্ণের দামে রেকর্ড পরিবর্তন, অবাক ব্যবসায়ীরাও

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে অংশ নেবেন কর্নেল অলি ও রেদোয়ান আহমেদ

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র প্রকাশ

যে কারণে আর পেছনে ফিরে তাকাতে হয়নি নানকের, মিলছে চাঞ্চল্যকর তথ্য

১০

ইউক্রেনের ভয়ে বাড়ি ছাড়লেন শত শত রুশ

১১

এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির: শামীম পাটোয়ারী

১২

ট্রেনে চীন গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম

১৩

সম্পর্ক বিচ্ছিন্ন করায় প্রেমিকাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

১৪

দোয়া চেয়ে মেঘমল্লারের পোস্ট, কমেন্ট করলেন হাসনাত

১৫

স্কুল মাঠে মেলার নামে ‘লটারি’ বাণিজ্য, বারান্দায় হচ্ছে অ্যাসেম্বলি

১৬

ব্রাজিল দলে সুযোগ না পাওয়া নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য নেইমারের

১৭

সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না : মেঘমল্লার

১৮

গরমের মধ্যে তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

১৯

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে হাইকোর্টের রায় ঘোষণা শুরু

২০
X