গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর-২ (সেনবাগ সোনাইমুড়ি আংশিক) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক। ভোটের দিন ঘনিয়ে আসতেই ভোটারদের পর্যাপ্ত সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন এ প্রার্থী। নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার আশা তার।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলমের সৃষ্টি ‘হেলমেট বাহিনী’ কাঁচি প্রতীকের সমর্থকদের উপর হামলা-ভাঙচুর চালাচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলেও মোরশেদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ৯নং নবিপুর দেবীসংহপুর এলাকায় গণসংযোগ ও জনসভায় অংশ নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও জেলা আ.লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।
এ সময় তিনি বলেন, সেনবাগের দলীয় সর্বস্তরের নেতাকর্মীরা মাঝির পরিবর্তনে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা নৌকার বিরুদ্ধে নয় তবে মাঝির বিরুদ্ধে। কারণ নৌকার মাঝি মোরশেদ আলম এ অঞ্চলের সাংগঠনিক শক্তি নষ্ট করেছে। নেতাকর্মীদের সবসময় নিজের চাকর বানিয়ে অবহেলা করেছেন। আজ মোরশেদ আলমের বিরুদ্ধে নেতাকর্মীদের ক্ষোভের আত্মপ্রকাশ ঘটেছে। কাঁচি প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মানিক অভিযোগ করে বলেন, মোরশেদ আলম হেলমেট বাহিনি গঠন করে প্রতিনিয়ত অস্ত্রের ঝনঝনানি দেখাচ্ছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছেন। আমাদের সমর্থকরা এই অস্ত্রবাজদের প্রতিহত করবে ৭ তারিখ কাঁচি মার্কায় ভোট ও বিজয় উৎসবের মাধ্যমে।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, সেনবাগ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিহাব উদ্দিন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন