আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চলাচলে প্রয়োজনীয় যানবাহনের স্টিকারে প্রথমবারের মতো ‘কুইক রেসপন্স’ বা ‘কিউআর কোড’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের সকল ধরনের নির্বাচনী ইতিহাসে যানবাহনের স্টিকারে এমন ডিজিটাল প্রযুক্তির অন্তর্ভুক্তি আগে কখনো হয়নি। কিউ আর কোড স্ক্যান করে খুব সহজেই স্টিকারের বৈধতা যাচাই করা যাবে।
ইতোমধ্যে নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন এবং চলাচলের জন্য আইডি কার্ড এবং যানবাহনের স্টিকার ইস্যু শুরু করে ইসি। এই স্টিকার ছাড়া কোনো সাধারণ যানবাহন ইসি ঘোষিত নির্দিষ্ট সময়সীমায় চলাচল করতে পারবে না। ফলে নির্বাচনকালীন সময়ে যানবাহন চলাচলে এই স্টিকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগে যানবাহনে ব্যবহৃত স্টিকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে সহজেই সেটা যাচাইয়ের উপায় ছিল না। কিউআর কোড সংযুক্তির মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে। বর্তমানে প্রায় সবধরনের স্মার্টফোনেই কিউআর কোড স্ক্যান করার সুযোগ রয়েছে। ফলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বা যথাযথ কর্তৃপক্ষ খুব সহজেই কোনো স্টিকারের বৈধতা যাচাই করতে পারবেন।
কিউ আর কোড স্ক্যান করলে দেখা যায়, এর তথ্যগুলো মোবাইল এর ‘কনট্যাক্টস’ এ সংরক্ষণ হয়। এর নাম হিসেবে আসে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’। প্রতিষ্ঠানের ঘরে ‘পাবলিক রিলেশন্স উইং ডিপার্টমেন্ট’ এবং ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ তথ্য যুক্ত হয়। আর ওয়েবসাইটের ঘরে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভেসে আসে।
ইসি কার্যালয় সূত্রে জানা যায়, স্টিকারগুলো গ্রহণের বিপরীতে ইসিতে যে তথ্য জমা হবে সেগুলো ডাটাবেইজে তোলা হবে। তখন কিউআর কোড স্ক্যান করলে যানবাহন সংশ্লিষ্ট তথ্যও জানা যাবে। ফলে এক যানবাহনের জন্য ইস্যুকৃত স্টিকার অন্য যানবাহনে অথবা অন্য কোথাও অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে কি না, সে বিষয়টিও উঠে আসবে এই প্রযুক্তিগত সমাধানে।
মন্তব্য করুন