রাজধানীর গুলশান থানায় বাস পোড়ানোর মামলায় বিএনপি নেতা ও ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তাকে এ মামলায় আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রিপন উদ্দিন। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী এম এ গফফার চৌধুরী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর সন্ধ্যা ৭ টায় গুলশান থানাধীন এলাকায় রাস্তার উপর বিএনপি জামায়েতের উচ্ছৃঙ্খল রাজনৈতিক নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণপরিবহন ভাংচুরসহ যাত্রিবাহী বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগসহ পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মো. রায়হানুল ইসলাম সৈকত বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করেন। কামাল জামান এ মামলার এজাহারনামীয় আসামি।
মন্তব্য করুন