নির্বাচনী পরিবেশ নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। সুন্দর ভোট হচ্ছে। কোনো রকম বিশৃঙ্খলা নেই। ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৫ আসনের আওয়ামী মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার।
রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে তিনি এ সব কথা বলেন।
কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমরা যে আন্তর্জাতিকমানের নির্বাচন করতে পারি সেটাই আজ প্রমাণিত হচ্ছে। বিএনপি-জামায়াতের ডাকা হরতালের পরও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। সকাল থেকেই তারা ভোট দিতে আসছেন। আমরা ভোটারদের কোনো রকম বল প্রয়োগ করছি না। যে যার ইচ্ছেমতো ভোট দিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন করার অধিকার সবার রয়েছে। সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের যে কোনো নাগরিকই নির্বাচন করতে পারে।’
মন্তব্য করুন