দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। রোববার (৭ জানুয়ারি) বেলা ১২টায় পুরান ঢাকার বংশালের নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
এ সময় মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে ওই কেন্দ্রে ভোট দেন তার মা ফাতেমা হানিফসহ পরিবারের সদস্যরা। ভোট দেওয়া শেষে নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ সাঈদ খোকন ও তার মা ফাতেমা হানিফ।
আপনার ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিল। তখন তিনি মন্ত্রী পদমর্যাদা পেয়েছিলেন। এবার মোহাম্মদ সাঈদ খোকন সংসদ সদস্য বিজয়ী হলে মন্ত্রী হবেন বলে প্রত্যাশা করেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফের স্ত্রী ফাতেমা হানিফ বলেন, 'ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমার ছেলে বিজয়ী হবে।'
এর আগে মোহাম্মদ সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান তিনি।
মন্তব্য করুন