বলিউডের আলোচিত স্টারকিড জাহ্নবী কাপুরের প্রেমের কাহিনি যেন এক রোমাঞ্চকর সিনেমার মতোই এগোচ্ছে। মা শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হন এই তরুণী নায়িকা। সম্পর্ক লুকিয়ে রাখলেও এখন আর আড়াল করছেন না তিনি। বরং সম্প্রতি শিখরের নাম লেখা হার গলায় পরে নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। জানিয়েছেন, শিখরকে নিয়েই তিনি এখন একেবারে ‘সিরিয়াস’।
কিন্তু এর মাঝেই সামনে এলো এক চমক। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে হঠাৎ করে ওরহান অবাত্রামণিকে ওরফে ওরিকে নিজের ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী।
এদিকে ওরি বলিউডের আলোচিত মুখ হলেও তার আসলে সেখানে কী কাজ, তা জানেন না কেউ। হঠাৎ করেই বলিউডে চলে আসেন। তবে জাহ্নবীর পরিবারের সঙ্গে ওরির ভালো সম্পর্ক। তবে নিজেকে বরাবরের মতো সমকামী বলে পরিচয় দিয়ে এসেছেন ওরি।
তবে এমন এক ব্যক্তিকে জাহ্নবীর ‘স্বামী’ বলার পেছনে রয়েছে নাকি এক মজার ঘটনা। জাহ্নবীর কথায়, বিদেশে গেলেই অনেক ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পান তিনি।
একবার লস অ্যাঞ্জেলেসে একটি রেস্তোরাঁয় এমনই পরিস্থিতি তৈরি হয়। একের পর এক ওয়েটার এসে কেউ ফোন নম্বর দিয়ে যাচ্ছেন, কেউ খাবারের সঙ্গে মিষ্টি কথা বলছেন। তখন পাশে বসে ছিলেন ওরি।
জাহ্নবী বলেন, ‘আমি তখন ওরিকে দেখিয়ে বলি, উনি আমার স্বামী।’
মন্তব্য করুন