একসময় সালমান খানের গাড়ি দুর্ঘটনার কাণ্ডে কেঁপে উঠেছিল গোটা ভারত। এবার সেই বিতর্কের ভূত যেন ফিরে এলো। বাড়ি থেকে কোথাও যাওয়ার পথে বরুণ ধাওয়ানের গাড়ি ধাক্কা দিল এক পথচারীকে। এরপর মুহূর্তেই চারপাশে হইচই, আতঙ্কে স্তব্ধ মুম্বাইবাসী, চাঞ্চল্য ছড়াল সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেতা এই মুহূর্তে ব্যস্ত তার ‘সানি সংস্কারি’ ছবিটি নিয়ে। বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিলেন। পরনে জিমের পোশাক। সেই সময় অভিনেতার গাড়িচালক নাকি ধাক্কা মারেন এক পথচারীকে। সেই পথচারীকে সমবেদনা জানানোর পরিবর্তে উল্টে চোটপাট শুরু করেন চালক। গাড়ির ভেতরেই ছিলেন বরুণ।
দুপক্ষের বাগবিতণ্ডার মধ্যে চলে আসে ট্র্যাফিক পুলিশ। পুলিশকে ওই পথচারী বলেন, ‘এই লোকটা গোটা গাড়িটাই আমার উওর তুলে দিচ্ছিল।’ সেই সময় গাড়ি থেকে নেমে আসেন বরুণ। দুপক্ষকেই শান্ত করার চেষ্টা করেন তিনি। শেষমেশ পুলিশ ছেড়ে দেয় বরুণের গাড়ি।
অভিনেতার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে নেটপাড়া। গোটা পরিস্থিতিকে যেভাবে ঠান্ডা মাথায় বরুণ সামাল দেন সেটার প্রশংসা করেছেন অনেকে।
মন্তব্য করুন