

রাজবাড়ীর পাংশায় পরকীয়ার জেরে আবরাহাম খান ওরফে আলিম নামের এক যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সাকিনস্থ চকের পাশে একটি খাল থেকে আলিমের খণ্ডিত মাথা উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।।
এর আগে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সেই চকের মধ্য থেকে মাথাবিহীন অবস্থায় আলিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আলিম রাজবাড়ীর পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের চরদুর্লভদিয়া ওয়াজেদ খানের ছেলে।
জানা গেছে, আলিম কাতার প্রবাসী। ৬-৭ মাস আগে বাড়িতে ফেরেন। এর মধ্যে পাংশা পৌর শহরের পারনারায়ণপুর এলাকার প্রবাসী মেবারক মণ্ডলের স্ত্রী মরিয়ম আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে কিছুদিন আগে ওই নারীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েন তিনি। তারপর থেকে ওই নারী বাবার বাড়ি নারায়ণগঞ্জে চলে যায়।
গত ১৫ ডিসেম্বর কালুখালী উপজেলার বন্ধু সাকিল শেখের সঙ্গে ঢাকায় কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আলিম। সেই রাত থেকেই আলিমের ফোন বন্ধ পায় তার পরিবার।
এ বিষয়ে আলিমের বন্ধু সাকিল শেখ বলেন, গত ৫-৬ মসের মধ্যে আলিমের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আজ সকালে আলিমের চাচা আমাকে ফোন দিয়ে জানায় আলিমকে নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।
আলিমের পরিবারের অভিযোগ, পরকীয়ায় জড়িত ওই নারী আলিমকে ডেকে নিয়ে হত্যা করেছে। আলিমের হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান আলিমের পরিবার।
অভিযুক্ত ওই নারী মরিয়ম আক্তারের স্বামীর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত মরিয়ম আক্তারের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম কালবেলাকে বলেন, নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশের মাধ্যমে সংবাদ পাই। বিষয়টি নিহেতের পরিবারকে জানানো হয়েছে। তারা মরদেহ আনতে নারায়ণগঞ্জে গেছেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন কালবেলাকে বলেন, ১৬ ডিসেম্বর তার মাথাবিহীন মহদের উদ্ধার করা হয়েছে। যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে, তার পাশের একটি খাল থেকে আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে মাথা পাওয়া গেছে। এ বিষয়ে নিহতের পরিবার অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।
মন্তব্য করুন