একের পর এক সাফল্য এসে জমা হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের ঝাঁপিতে। এবার সিএনএন-নিউজ এইটিন ইন্ডিয়ান অব দ্য ইয়ারের মুকুট উঠেছে তারই মাথায়।
‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’ লাভ করে শাহরুখ খান বলেন, সব সময় সবার শান্ত থেকে কঠোর পরিশ্রম করা উচিত। একটা সময় ভালো কিছু এসেই ধরা দেবেই। খবর নিউজ এইটিনের।
কিং খান আরও বলেন, ‘যখন আমার ছবি ফ্লপ হচ্ছিল। অনেকে আমাকে কটু কথা শুনিয়েছে। বলেছে—আমার সময় শেষ, তবু কেন কাজ করে যাচ্ছি। এসব কথায় আমি কিছু না বলে চুপ থেকেছি। সময়ই আমার হয়ে জবাব দিয়েছে।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল শাহরুখ খানের ২০২৩ সাল। এই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে প্রায় ৩.২০ কোটি দর্শক ভিড় করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় ছিল শাহরুখ অভিনীত ‘জাওয়ান’ চলচ্চিত্রেও। সেটি দেখতে ৩.৯৩ কোটি দর্শক গিয়েছিলেন সিনেমা হলে। এ ছাড়া ‘ডানকি’র মাধ্যমে জীবনে প্রথম রাজকুমার হিরানির সিনেমায় দেখা গেছে কিং খানকে। সেটিও দর্শক-হৃদয়ে জায়গা করে নিয়েছে।
মন্তব্য করুন