রাস্তায় ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমানের গাড়ি থামিয়ে তাকে গান শোনালেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে রাতে। এই ঘটনার ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।
ভিডিওতে দেখা যায়, বিদেশের এক রাস্তায় রাতের বেলা গাড়ির সামনের সিটে বসে ছিলেন এ আর রহমান। এক নারী গিটার হাতে এসে তাকে থামিয়ে গান শোনান। খবর এনডিটিভির।
তরুণীর গাওয়া গানটি মুগ্ধ হয়ে শুনেছেন এ আর রহমান। নিজের মোবাইল ক্যামেরা দিয়ে সেটি ভিডিও করেন তিনি।
তরুণীর গাওয়া গানটি ছিল এ আর রহমানেরই। সেটি ১৯৯৭ সালে তার ‘মা তুঝে সালাম’ অ্যালবামের। গায়কের অনুমতি নিয়েই গিটার বাজিয়ে ‘বন্দেমাতরম’ গানটি গেয়েছেন ওই বিদেশিনি। যদিও ভিডিওটি কোন দেশ কিংবা কোন স্থানের তা জানা যায়নি।
অন্যদিকে সম্প্রতি ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি’র এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এ আর রহমানকে। সেখানে গায়ক জানান, কীভাবে জীবনের ব্যর্থতার সম্মুখীন হতে হয় সেটি তার মা তাকে শিখিয়েছিলেন। আরও শিখিয়েছিলেন কীভাবে অন্ধকার সময় ও নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা যায়।
মন্তব্য করুন