বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৪:১৬ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত সহকারীর সঙ্গে রেখার ‘সম্পর্কের’ অজানা অধ্যায়

অভিনেত্রী রেখা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রেখা। ছবি : সংগৃহীত

বলিউডে নানা ঘটনার জন্ম দিয়েছেন অভিনেত্রী রেখা। একটা সময় অমিতাভ বচ্চন ও তাকে নিয়ে ছিল নানা গুঞ্জন। তা ছাড়া রেখার স্বামীর আত্মহত্যা আরও রহস্যের জন্ম দিয়েছিল। এবার ‘ফারজানা’ নামে এক ব্যক্তিগত সহকারীর সঙ্গে রেখার সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে।

মূলত অভিনেত্রী রেখার জীবন নিয়ে একটি বই লিখেছেন ভারতীয় সাংবাদিক ইয়াসির উসমান। গ্রন্থটির নাম ‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’। সেখানেই রেখার জীবনের নানা অজানা দিকের সঙ্গে উঠে এসেছে অভিনেত্রীর ব্যক্তিগত সহকারীর বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ব্যক্তিগত সহকারীর সঙ্গে এক ধরনের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রেখা। সেটা নাকি তার স্বামীর মৃত্যুর একটি কারণ।

পরিবারকে বাঁচাতে কিশোরী বয়সে সিনেমাজগতে প্রবেশ করেন রেখা। শুরুতেই ‘নিগ্রহের’ শিকার হন তিনি। এই ইন্ডাস্ট্রিতে তাকে চালিয়ে যেতে হয়েছে টিকে থাকার সংগ্রাম। এরপর প্রেম, দুই বিয়ে, বিচ্ছেদ, স্বামীর মৃত্যু— এসব বিষয়ে আলোচিত- সমালোচিত হতে থাকেন এই অভিনেত্রী।

বইটিতে মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে সবকিছু অকপটে বলেছেন রেখা। গ্রন্থটি প্রকাশ করেছে ভারতের জাগারনাট প্রকাশনা সংস্থা।

আরও পড়ুন : যে ভুলে অকালে হারিয়ে গেলেন বলিউডের এই নায়িকা

‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’ থেকে জানা যায়, ব্যক্তিগত সহকারী ফারজানার বেশ ভালো প্রভাব রয়েছে ৬৯ বছর বয়সী অভিনেত্রী রেখার ওপর। অনেক বছর ধরেই অভিনেত্রীর সঙ্গে আছেন ফারজানা। রেখা তাকে ‘নিজের বোন’ বলে আসছেন। ফারজানাই একমাত্র ব্যক্তি, রেখার শোবার ঘরে যার ঢোকার অনুমতি আছে। অভিনেত্রীর বাড়ির খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে তার পেশাজীবনের নানা সিদ্ধান্ত নিতেন ফারজানাই।

সংবাদমাধ্যমের খবরে আরও জানা যায়, গৃহকর্মীকেও অভিনেত্রীর শোবার ঘরে প্রবেশ করতে দেওয়া হয় না। ফারজানাই রেখার পরামর্শদাতা, বন্ধু ও সমর্থক। রেখা ফারজানাকে ছাড়া বাঁচতে পারেন না।

‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’ বই থেকে জানা যায়, অভিনেত্রীর জীবনের অনেক কিছুই নিয়ন্ত্রণ করেন ফারজানা। রেখার সঙ্গে দেখা করতে আগ্রহী পরিবারের ঘনিষ্ঠজনদের আসা-যাওয়ার সিদ্ধান্ত দেন ফারজানাই। এমনকি রেখার ফোন কলেও নজরদারি আছে তার।

বইটিতে শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে রেখার বিয়ের বিষয়ও উঠে এসেছে। প্রেম করে বিয়ে হয়েছিল তাদের। এর এক বছর পর ১৯৯০ সালে রেখা যখন লন্ডনে, তখন আত্মহত্যা করেন তার দ্বিতীয় স্বামী মুকেশ। এই আত্মহত্যার কারণ হিসেবেও ফারজানাকে দায়ী করেছেন অভিনেত্রী রেখা। তবে মুকেশের মৃত্যুর সঙ্গে ফারজানা কীভাবে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ছাড়া রেখার ওড়না গলায় পেঁচিয়ে মুকেশ কেন আত্মহত্যা করেন, তাও অজানা।

মুকেশের মৃত্যুর পর নানা রটনা ও ‘ফিসফাস’ শুরু হয় রেখাকে ঘিরে। সে সময় তাকে ‘ডাইনি’ও বলা হয়। যদিও সুইসাইড নোটে মুকেশ কাউকে দোষারোপ করেননি। এমনকি রেখাকেও নয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা নিয়ে শঙ্কা, আইপিএলের দুই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে

শাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত শাবিপ্রবি, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

প্রশাসন কোনো দলের দালালি করলে জনগণ কঠিন জবাব দেবে: ইশরাক

আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কী বলা হয়েছে

১০

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

১১

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

১২

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

১৩

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১৪

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

১৫

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১৬

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৮

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

১৯

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

২০
X