সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

৩১ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা : রাশেদ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন রাশেদুল আহসান রাশেদ। ছবি : কালবেলা
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন রাশেদুল আহসান রাশেদ। ছবি : কালবেলা

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেছেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। প্রশাসন থেকে বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা থেকে গণমাধ্যম— সবকিছু অনেকটা অগোছালো। স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার ও স্বাধীন মতপ্রকাশের অধিকার হরণ করেছে।

তিনি বলেন, এ অবস্থায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কেবল একটি দলীয় প্রস্তাব নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সাভার সিটি সেন্টার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

রাশেদুল আহসান রাশেদ বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত মানে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং জনগণের কণ্ঠস্বরকে ফিরিয়ে আনা। বিএনপি বিশ্বাস করে— গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই এ দেশকে মুক্ত করা সম্ভব। তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়বে— যেখানে থাকবে জবাবদিহি, ন্যায়বিচার ও প্রকৃত জনগণের শাসন।

কর্মসূচি চলাকালে নেতারা এলাকাবাসীর হাতে লিফলেট তুলে দিয়ে ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন এবং জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

শেষে তিনি আরও বলেন, এ আন্দোলন দলীয় নয়, জাতীয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা হচ্ছে সেই পরিবর্তনের দিশারী।

এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. হাসিবুর রহমান খান, সাভার পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়া, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুল হক বাবু।

আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক তারেক মো. শাহরিয়ার ইসলাম ড্রিম, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসিবুর রহমান পিয়াস, পৌর ছাত্রদলের সিনিয়র নেতা শহিদুল ইসলাম সোহাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৫

আমি আবার ঘুরে দাঁড়াতে পেরেছি : ববি দেওল

২৫ দিনের বন্ধুত্বে মার্কিন নাগরিক ছুটে এলেন নাটোরে

৯০ দিনে কোরআনে হাফেজ হলেন মাহদী

সৌম্য-সাইফের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

১৪ দিনের রিটার্ন পলিসি চালু করল দারাজ

‘‎ধানের শীষের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

জাগানো চরে নাব্য হারাচ্ছে মনু নদী

বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান ‍

চমক রেখে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সকালে হাঁটা না বিকেলে, দ্রুত মেদ ঝরাতে কোনটি বেশি কার্যকরী?

১১

জুলাই গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা হলো পরিবর্তন : সালাহউদ্দিন

১২

বর্ষার সঙ্গে জোবায়েদ ও মাহীরের প্রেমের কথা জানত পরিবারের সবাই

১৩

সালমান শাহর ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাট নিয়ে ফের চাঞ্চল্য

১৪

পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি

১৫

খালেদা জিয়ার সাজে কিশোরী, ছবি তুলতে ভিড় জনতার

১৬

অর্থ পাচারের মামলায় সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

প্রবাসীদের অনলাইন রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

১৮

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো ‘থ্রি-মিনিটস রিসার্চ প্রজেক্ট কম্পিটিশন-এর গ্র্যান্ড ফাইনাল ২০২৫’

১৯

কে কে পার্ক থেকে ৬ শতাধিক লোক থাইল্যান্ডে পালিয়েছে

২০
X