ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন, তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার নয়, এটি একটি নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। আমরা চাই, বেদে সম্প্রদায়ের মানুষও এ আন্দোলনের অংশ হোক।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেদেপাড়ায় লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। আসছে নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা বেদেপাড়ায় বসবাসরত বেদে সম্প্রদায়ের নারী-পুরুষের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মূল বিষয়গুলো তাদের সামনে তুলে ধরেন।
মন্তব্য করুন