১৯ বছর বয়সে নীল দুনিয়ায় নাম লেখান অভিনেত্রী সানি লিওন। আগে তার নাম ছিল করণজিৎ কৌর। কিন্তু নীল দুনিয়ায় এসে বদলে ফেলেন পরিবারের দেওয়া নাম। ঠিক তখনই তিনি বেছে নেন সানি লিওন নামটি।
নিজের কন্যার ‘সানি’ নামটি মোটেও ভালোভাবে গ্রহণ করতে পারেননি অভিনেত্রীর মা। এমনকি রাগান্বিত হয়ে বলেছিলেন, ‘তুমি কি আর কোনো নাম খুঁজে পাওনি?’
কিন্তু ‘সানি’ নামটার প্রতি অভিনেত্রীর মায়ের এত ‘অসহনশীল’ হওয়ার কারণ কী? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খুলেছেন সানি লিওন।
আরও পড়ুন : সানি লিওনের পছন্দের খেলোয়াড় কে?
সানি বলেন, ‘আমার ভাইয়ের নাম সন্দীপ সিং। ওর নিক নেম সানি। আমরা ওকে সানি বলেই ডাকি। আমি আমার ভাইয়ের থেকেই নামটি নিয়েছি। তাই আমার এই নাম মা পছন্দ করেন না। এমনকি সানি নাম ধারণ করার বিষয়টি আমার মা ঘৃণা করেন। মা যখন জিজ্ঞাসা করেছিলেন— এত নামের মধ্যে আমি কেন সানি নাম বেছে নিয়েছি, জবাবে আমি বলেছি—মনে যে নাম এসেছে সেটাই রেখেছি।’
তিনি আরও জানিয়েছেন, একটি ম্যাগাজিনে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। তার নামের আরেক অংশ ‘লিওন’ তাদেরই দেওয়া।
সূত্র : পিংক ভিলা
মন্তব্য করুন