বিনোদনপাড়ায় চাউর হয়েছে টালিউড নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নতুন এক সিনেমা করতে যাচ্ছেন ঢালিউড হিরো জায়েদ খান। ভারতীয় সংবাদমাধমে এ খবর চাউর হলেও বিষয়টি অস্বীকার করেছেন জায়েদ। জানিয়েছেন, সায়ন্তিকার সঙ্গে তার সিনেমা করার ব্যাপারে কোনো আলাপ হয়নি।
সংবাদমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘অনেক দিন পর আমি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছি। এরপর চলে আসি গ্রামের বাড়িতে। এখনও সেখানেই আছি। এর মধ্যে কখন আবার আমার সঙ্গে তার সিনেমা করার আলাপ হলো! এমন কিছু হলে আমি নিজে থেকেই জানাব। একটি মহল এমন গুজব ছড়াচ্ছে।’
আরও পড়ুন : ডলার কামাতে আমার নামে অপপ্রচার করা হয় : জায়েদ খান
উল্লেখ্য, এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে সায়ন্তিকাকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।
মন্তব্য করুন