বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্যাচেলর রইল কজন?

ব্যাচেলর পয়েন্ট নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত
ব্যাচেলর পয়েন্ট নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত

ধারাবাহিক নাটকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে কাজল আরেফিন অমি নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’। ব্যাচেলরদের যাপিত জীবন নিয়ে তৈরি এই নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। এ ছাড়া ‘হাবু’ চরিত্রে চাষী আলম, ‘পাশা’ চরিত্রে মারজুক রাসেল, ‘বোরহান’ চরিত্রে শরাফ আহমেদ জীবন, ‘শিমুল’ চরিত্রে শিমুল শর্মা, ‘অন্তরা’ চরিত্রে ফারিয়া শাহরিন, ‘নাবিলা’ চরিত্রে সাবিলা নূর, ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুব, ‘ইভা’ চরিত্রে পারসা ইভানা, ‘শুভ’ চরিত্রে শিশু সাব্বিরসহ মনিরা মিঠু ও আবদুল্লাহ রানাকে অভিনয় করতে দেখা গেছে।

সম্প্রতি এ নাটকের হাবু চরিত্রে অভিনয় করা চাষী আলম বিয়ে করার পর ভক্তদের মনে প্রশ্ন জেগেছে—ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে বাস্তবজীবনে আর কে কে ব্যাচেলর আছেন?

কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বাস্তবজীবনে বিবাহিত। দূরসম্পর্কের খালাতো বোন নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেছেন তিনি। গত ডিসেম্বরে পলাশ জানান, মাস চারেক আগে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় তাদের।

বিয়ে করেছেন ফারিয়া শাহরিনও। তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, ৭ জুলাই বিয়ে করেছেন তিনি। যদিও স্বামীর নাম-পরিচয় জানাননি। ২০২১ সালে মাহফুজ রায়ান নামে এক ব্যক্তির সঙ্গে তার বাগ্‌দানের খবর পাওয়া যায়। যদিও বাগ্‌দানের পর দুজনকে কোথাও একসঙ্গে দেখা যায়নি। এমনকি ৭ জুলাই ফেসবুকে বিয়ের বিষয়ে জানালেও বরের কোনো ছবি পোস্ট করেননি।

গত বৃহস্পতিবার গায়ে হলুদ হয়েছে ‘হাবু’ খ্যাত অভিনেতা চাষী আলমের। এরপর বিয়ে। শুক্রবার নববধূ তুলতুলকে ঘরে তুলেছেন তিনি। পারিবারিকভাবে বিয়ে হলেও তুলতুলের সঙ্গে ছয় মাস আগেই পরিচয় হয়েছিল চাষীর। রাজধানীর উত্তরায় প্রথম দেখা হয় তাদের। চাষীর অভিনয়ের ভক্ত ছিলেন তুলতুল। পরিচয়ের কিছুদিন পর কথাবার্তা শুরু হয় দুজনের। মাঝেমধ্যে দেখাও করতেন। পরে চাষীর পরিবারের অন্য সদস্যরা তুলতুলকে দেখে পছন্দ করেন।

‘নাবিলা’ চরিত্রের সাবিলা নূর বিয়ে করেছেন নেহাল সুনন্দ তাহেরকে। ২০১৯ সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এ ছাড়া ‘শুভ’ চরিত্রে অভিনয় করা মিশু সাব্বিরও বিবাহিত। ‘বোরহান’ চরিত্রে অভিনয় করা শরাফ আহমেদ জীবনের বৈবাহিক অবস্থা জানা যায়নি।

বাকি রইল ‘পাশা’, শিমুল ও ইভা। তাদের বিষয়ে নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি সংবাদমাধ্যমকে বলেন, ‘সত্যিই সব ব্যাচেলর বিয়ে করে ফেলছেন। এখন তো দেখছি জাতীয় ব্যাচেলর মারজুক ভাই (পাশা চরিত্রের মারজুক রাসেল) ছাড়া আর কেউ নাই। শিমুল ও ইভা তো এখনো ছোট, ওদের সময় লাগবে। জাতীয় ব্যাচেলরকে বিয়ে করাতে জাতীয় নারী লাগবে। এই নারী খুঁজে পেতে খবর হয়ে যাবে। খুবই ডিফিকাল্ট ব্যাপার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

শীতের শুরুতে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন

ডাকসুর রোডম্যাপ দাবিতে ৩২ ঘণ্টা ধরে অনশনে বিন ইয়ামিন

বই চুরির মামলায় অ্যাকাডেমিক সুপারভাইজার গ্রেপ্তার

বন্যা না আসতেই ধসে গেল নদী রক্ষা বাঁধ

বর্তমান পরিস্থিতিতে মির্জা গালিবের ৫ পরামর্শ

পাকিস্তানকে বিশাল বাঁধ নির্মাণ করে দিচ্ছে চীন

অর্ধশতাধিক বাড়িঘর বিলীন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

‘কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে’

ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

১০

চট্টগ্রাম রোটারেক্ট ক্লাবের সভাপতি রাহাত, সম্পাদক ফারহানুল

১১

ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া সেই ৬২৬ জনের তালিকা প্রকাশ করল সেনাবাহিনী

১২

ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর

১৩

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে : খেলাফত মজলিস

১৪

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি

১৫

সহোদরের হাতে বড় ভাই খুন

১৬

পানি দেবেন না মোদি, কী করবে পাকিস্তান?

১৭

সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামে জলজট, ভোগান্তিতে নগরবাসী

১৮

এক ঘণ্টার চার্জে দুই দিন চলে যে স্মার্টফোন

১৯

শাপলা চত্বরের শহীদদের চেতনা ছড়িয়ে দিতে হবে: মামুনুল হক

২০
X