বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্যাচেলর রইল কজন?

ব্যাচেলর পয়েন্ট নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত
ব্যাচেলর পয়েন্ট নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত

ধারাবাহিক নাটকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে কাজল আরেফিন অমি নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’। ব্যাচেলরদের যাপিত জীবন নিয়ে তৈরি এই নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। এ ছাড়া ‘হাবু’ চরিত্রে চাষী আলম, ‘পাশা’ চরিত্রে মারজুক রাসেল, ‘বোরহান’ চরিত্রে শরাফ আহমেদ জীবন, ‘শিমুল’ চরিত্রে শিমুল শর্মা, ‘অন্তরা’ চরিত্রে ফারিয়া শাহরিন, ‘নাবিলা’ চরিত্রে সাবিলা নূর, ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুব, ‘ইভা’ চরিত্রে পারসা ইভানা, ‘শুভ’ চরিত্রে শিশু সাব্বিরসহ মনিরা মিঠু ও আবদুল্লাহ রানাকে অভিনয় করতে দেখা গেছে।

সম্প্রতি এ নাটকের হাবু চরিত্রে অভিনয় করা চাষী আলম বিয়ে করার পর ভক্তদের মনে প্রশ্ন জেগেছে—ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে বাস্তবজীবনে আর কে কে ব্যাচেলর আছেন?

কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বাস্তবজীবনে বিবাহিত। দূরসম্পর্কের খালাতো বোন নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেছেন তিনি। গত ডিসেম্বরে পলাশ জানান, মাস চারেক আগে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় তাদের।

বিয়ে করেছেন ফারিয়া শাহরিনও। তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, ৭ জুলাই বিয়ে করেছেন তিনি। যদিও স্বামীর নাম-পরিচয় জানাননি। ২০২১ সালে মাহফুজ রায়ান নামে এক ব্যক্তির সঙ্গে তার বাগ্‌দানের খবর পাওয়া যায়। যদিও বাগ্‌দানের পর দুজনকে কোথাও একসঙ্গে দেখা যায়নি। এমনকি ৭ জুলাই ফেসবুকে বিয়ের বিষয়ে জানালেও বরের কোনো ছবি পোস্ট করেননি।

গত বৃহস্পতিবার গায়ে হলুদ হয়েছে ‘হাবু’ খ্যাত অভিনেতা চাষী আলমের। এরপর বিয়ে। শুক্রবার নববধূ তুলতুলকে ঘরে তুলেছেন তিনি। পারিবারিকভাবে বিয়ে হলেও তুলতুলের সঙ্গে ছয় মাস আগেই পরিচয় হয়েছিল চাষীর। রাজধানীর উত্তরায় প্রথম দেখা হয় তাদের। চাষীর অভিনয়ের ভক্ত ছিলেন তুলতুল। পরিচয়ের কিছুদিন পর কথাবার্তা শুরু হয় দুজনের। মাঝেমধ্যে দেখাও করতেন। পরে চাষীর পরিবারের অন্য সদস্যরা তুলতুলকে দেখে পছন্দ করেন।

‘নাবিলা’ চরিত্রের সাবিলা নূর বিয়ে করেছেন নেহাল সুনন্দ তাহেরকে। ২০১৯ সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এ ছাড়া ‘শুভ’ চরিত্রে অভিনয় করা মিশু সাব্বিরও বিবাহিত। ‘বোরহান’ চরিত্রে অভিনয় করা শরাফ আহমেদ জীবনের বৈবাহিক অবস্থা জানা যায়নি।

বাকি রইল ‘পাশা’, শিমুল ও ইভা। তাদের বিষয়ে নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি সংবাদমাধ্যমকে বলেন, ‘সত্যিই সব ব্যাচেলর বিয়ে করে ফেলছেন। এখন তো দেখছি জাতীয় ব্যাচেলর মারজুক ভাই (পাশা চরিত্রের মারজুক রাসেল) ছাড়া আর কেউ নাই। শিমুল ও ইভা তো এখনো ছোট, ওদের সময় লাগবে। জাতীয় ব্যাচেলরকে বিয়ে করাতে জাতীয় নারী লাগবে। এই নারী খুঁজে পেতে খবর হয়ে যাবে। খুবই ডিফিকাল্ট ব্যাপার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়েস অব আমেরিকার কর্মীদের ছাঁটাই স্থগিত

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

১০

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১১

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১২

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১৩

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৪

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৫

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৬

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৭

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৮

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৯

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

২০
X