বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারামুক্তি নিয়ে ক্ষোভ ঝাড়লেন বাপ্পারাজ

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারামুক্তি নিয়ে ক্ষোভ ঝাড়লেন বাপ্পারাজ। ছবি : সংগৃহীত
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারামুক্তি নিয়ে ক্ষোভ ঝাড়লেন বাপ্পারাজ। ছবি : সংগৃহীত

সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও পরবর্তীতে জামিনে মুক্তির ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রখ্যাত অভিনেতা বাপ্পারাজ। তিনি ফারিয়ার গ্রেপ্তারের যৌক্তিকতা এবং দুই দিনের মধ্যে তার জামিনে মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি, শিল্পীদের রাজনীতির সঙ্গে জড়িত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বাপ্পারাজ বলেন, ‘নুসরাত ফারিয়াকে কেনই বা গ্রেপ্তার করা হলো? আবার দুই দিন পর জামিনে মুক্তি দেওয়া হলো। কেস থাকলে তাকে ছেড়ে দেওয়া হলো কেন? এটা তো হেনস্থার মতোই হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তার বিরুদ্ধে প্রপার কেস ছিল। তাহলে দুই দিনের মধ্যে জামিন কেন? এটার মধ্যে কিছু একটা ঠিক নেই। এটা জনগণের কাছে প্রশ্ন তৈরি করে।’

তিনি আরও বলেন, শিল্পীদের রাজনীতির সঙ্গে জড়ানো উচিত নয়। আমি কখনো রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না। শিল্পীদেরও রাজনীতি থেকে দূরে থাকা উচিত। যদি কেউ রাজনীতি করতে চায়, তবে তার অভিনয় ক্যারিয়ার শেষ করে নতুন ক্যারিয়ার হিসেবে রাজনীতিতে যাওয়া উচিত। একই সঙ্গে দুটো পেশায় থেকে রাজনীতি করলে সুযোগ নেওয়ার প্রবণতা তৈরি হয়, যা থেকে সমস্যার সৃষ্টি হয়।

বাপ্পারাজ শিল্পী সমিতির সাম্প্রতিক কার্যক্রম নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ‘একসময় শিল্পী সমিতি একটি দলের মুখপাত্র হয়ে গিয়েছিল। বাইরের লোকজনকে এনে সমিতির মাধ্যমে তাদের সম্মাননা দেওয়া হতো, ছবি তোলা হতো। এগুলো শিল্পীদের কাজ নয়। আমরা যখন শিল্পী ছিলাম, তখন আমরা সমাজের জন্য কাজ করতাম, যেমন ফুটবল খেলে পুলিশের জন্য তহবিল সংগ্রহ করতাম। কিন্তু এখন শিল্পী সমিতি রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। শিল্পীরা তোষামোদ করে সুযোগ নিতে গিয়ে সমস্যায় পড়ছেন।’

বাপ্পারাজ নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ‘আমি আওয়ামী লীগ, বিএনপি- সব দলের অনুষ্ঠানে গিয়েছি, ছবি তুলেছি। কিন্তু আমরা কখনো সুযোগ নিতে চাইনি। আমরা আমাদের পেশাগত কাজ করেছি। যারা সুযোগ নিতে গিয়েছেন, তারাই সমস্যায় পড়েছেন।’

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও এটিকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকারের নীতি হলো প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার না করা। তবে নুসরাতের গ্রেপ্তারের ঘটনা সেই নীতির ব্যত্যয় ঘটিয়েছে।

বাপ্পারাজের এই বক্তব্য শিল্পী সম্প্রদায় ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি শিল্পীদের পেশাগত সততা বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের কাজ হলো শিল্প সৃষ্টি করা, রাজনৈতিক স্বার্থে জড়িয়ে পড়া নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরল নব্বই দশকের শপথ, যুক্ত হলো দুর্নীতিবিরোধী অঙ্গীকার

এবার রাজপথে নামছেন ইশরাক

পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন

ড্রেন বানাতে পৌরসভার শতাধিক গাছ কেটে মাটিচাপা

‘হান্নান মাসউদ নব্য ডাকাত দলের সর্দার’

৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার নতুন সময়সূচি

পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার নাহিদ রানার

চুয়াডাঙ্গায় ৭ পুলিশের নামে হত্যা মামলা

দেশের বড় নদীগুলোর ওপর আঘাত হানতে পারে কালবৈশাখী, সতর্কতা

ঢাকার যানজট নিয়ে ক্ষোভ ঝাড়লেন পিয়া

১০

লিটনদের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত, লড়াই শুরু ২৮ মে

১১

যে দক্ষতাগুলো ব্যাংকারকে এগিয়ে রাখতে পারে!

১২

‘নারী সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে’

১৩

ইশরাকের শপথ আটকে রাখার অভিযোগ ফারুকের

১৪

আইন উপদেষ্টা বিশ্বাসঘাতকতা করেছেন : নাসীরুদ্দীন পাটোয়ারী

১৫

বিএনপি নেতা শিপন কাজীকে শোকজের নোটিশ

১৬

জুলাই বিপ্লবকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে : গভর্নর

১৭

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মামুন হাসান

১৮

কুমিল্লায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধে শিগগিরই অভিযান

১৯

অধ্যাপক আবদুল হাকিমের মাগফিরাত কামনায় ঢাবিতে দোয়া মাহফিল 

২০
X