ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছেলের জন্মদিনের আনন্দমুখর আয়োজনের রেশ শেষ হতে না হতেই দেখা দিল অস্বস্তিকর পরিস্থিতি। ব্যক্তিগত সেই মুহূর্তের ছবি যখন অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে এবং কেউ তা দিয়ে বানালেন ব্যবসায়িক ভ্লগ, ঠিক তখনই ক্ষোভে ফুঁসে উঠলেন এই অভিনেত্রী। এরপর পরীমণির আবেগঘন ও ক্ষুব্ধ বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
এদিকে অসুস্থ হয়ে পড়ে অভিনেত্রীর তিন বছরের ছেলে পূণ্য। রবিবার (১৭ আগস্ট) নিজের ফেসবুকে থার্মোমিটারে সন্তানের জ্বরের ছবি শেয়ার করে বেসরকারি হাসপাতাল নিয়ে একটি পোস্ট দেন পরীমণি। সেখানেও উঠে আসে তার ক্ষোভ। পোস্টটিতে পরী লিখেছেন, ‘এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্ম কাহিনি! কত-শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’
এরপর অভিনেত্রী আরও লেখেন, ‘বিস্তারিত আসছে।’ ইতোমধ্যে পরীমণির ইঙ্গিতপূর্ণ এই বার্তা নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। ভক্তদের অনেকেই সে পোস্টের মন্তন্যের ঘরে লিখেছেন, ‘এই দেশে এমন অনেক কাহিনি আছে।’ আরেকজন লিখেছেন, ‘দুঃখজনক, খুবই খারাপ অবস্থা। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশে খুবই হাস্যকর বিষয় এটা।’ তবে অধিকাংশই বিস্তারিত জানার অপেক্ষা করছেন।
মন্তব্য করুন