মুক্তির অপেক্ষায় আছে ‘অন্তর্জাল’। বেশ কয়েকবার সময় পিছিয়ে ২২ সেপ্টেম্বর বড় পর্দায় প্রদর্শনের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে তৈরি করা হয়েছে ‘প্রমোশনাল সং’।
সংশ্লিষ্টরা বলছেন, সিনেমাটির অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামালের পারফরম্যান্সে গানটি দর্শকের চোখে আটকাবে। সে সঙ্গে মাশা ইসলামের কণ্ঠে গানটি পেয়েছে ভিন্নমাত্রা।
সিনেমাটির পরিচালক দীপংকর দীপন জানান, গানটির শিরোনাম রাখা হয়েছে ‘ওয়েলকাম টু অন্তর্জাল’। এতে প্রায় ৪০ জন পারফরমার অংশ নিয়েছেন। ১৫ সেপ্টেম্বরে গানটি প্রকাশ পাবে।
রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন যৌথভাবে শেখ রাফি মাহমুদ ও শেখ সামি মাহমুদ। র্যাপ আর্টিস্ট হিসেবে রয়েছেন রাসেল মাহমুদ।
পরিচালক দীপংকর দীপন বলেন, অন্তর্জাল সিনেমার প্রমোশনের জন্য গানটি তৈরি করা হয়েছে। বড় আয়োজন করে গানটি এফডিসিতে শুটিং করা হয়েছে। সিনেমার গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই গানটি তৈরি হয়েছে। এর মাধ্যমে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ জন্মাবে।
মন্তব্য করুন