অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগ এনে অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এর প্রতিক্রিয়ায় তিনি পরিচালক সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। জেবা দাবি করেন, দোদুলের কুপ্রস্তাব গ্রহণ না করায় তার পেছনে লেগেছেন অনেকে। অবশ্য এ বিষয়ে দোদুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি জেবার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।
এরপর অভিনেত্রী জেবাকে অনেক পরিচালক হোটেল-রোস্তোরাঁয় ডাকে—এই বিষয়ে সংবাদ চাউর হয়। খবরের সূত্রে জানা যায়, অনেক ডিরেক্টরই নাকি জেবাকে হোটেল-রেস্টুরেন্টে ডেকে টাইমপাস করতে চান। তারা তাকে নানা ইঙ্গিত দেন।
সেই পরিচালক কারা? তাদের নাম-পরিচয় কী? কালবেলার এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জেবা বলেন, অনেক পরিচালক আমাকে হোটেল-রেস্টুরেন্টে ডাকত—‘আমি তো এ ধরনের কিছু বলিনি। এ রকম আমাকে বলেনি কখনো কেউ। আমি এ কথা বলিনি। বাজে অফারের কথা আমি বলেছি, কিন্তু আমি এভাবে কোনো কথাই বলিনি। আমি বলেছি—সব ডিরেক্টরের সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকবে না এটা স্বাভাবিক। যারা ভালো ছিল তাদের সঙ্গে কাজ হয়েছে, যারা ভালো ছিল না, তাদের সঙ্গে কাজ হয়নি। তাদের উল্টা-পাল্টা অফার ছিল, আমি একসেপ্ট করিনি।’
মন্তব্য করুন