শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে দৈনিক কালবেলার সাপ্তাহিক আয়োজন ‘তারাবেলা’। যেখানে থাকে তারকাদের পর্দার জীবন থেকে পর্দার আড়ালের জীবনের নানা বাঁক-বদলের গল্প। উঠে আসে ব্যক্তি জীবনের পছন্দ-অপছন্দের নানা কথোপকথন।
তমা রশিদের উপস্থাপনায় তারাবেলার এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়িকা, মডেল, গায়িকা নুসরাত ফারিয়া।
শনিবার (১৮ নভেম্বর) কালবেলার নিজস্ব স্টুডিওতে তারাবেলার দ্বিতীয় পর্বের শুটিং অনুষ্ঠিত হয় নুসরাতকে নিয়ে। কালবেলার এমন আয়োজনে মুগ্ধ হন তিনি। নুসরাত বলেন, কালবেলার এই প্রোগ্রামটিতে নতুনত্ব রয়েছে; বেশ উপভোগ করেছি। এবার এসেছি তারাবেলার অতিথি হিসেবে। পরে আবার আসব। দর্শকরাও বেশ উপভোগ করবেন এ প্রোগ্রাম।
তারাবেলার এবারের পর্বে নুসরাত ফারিয়ার ফ্যাশনসামগ্রী সম্পর্কে জানা যাবে। এ ছাড়া নুসরাতের করা মিমিক্রি, তার বর্তমান কাজ, পরিবারসহ নানা বিষয়ে দর্শকদের কাছে মজার কিছু তথ্য রয়েছে।
প্রতি রোববার রাত ৮টায় কালবেলা অনলাইন, কালবেলা এন্টারটেইনমেন্ট ফেইসবুক পেজ, ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে প্রচারিত হয় অনুষ্ঠানটি।
উল্লেখ্য, তারাবেলার প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
মন্তব্য করুন