ভারতের প্রযোজনা সংস্থা এসভিএফ এবং বাংলাদেশের চরকির প্রযোজনায় নির্মাণ হতে যাচ্ছে যাচ্ছে নতুন সিনেমা। সেই চলচ্চিত্র পরিচালনা করবেন রায়হান রাফী। তাতে থাকছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। ছবিতে নায়িকা কে হবেন সেই বিষয়টি নিশ্চিত নয়। তবে সংবাদমাধ্যমে জানা গেছে, এই সিনেমায় নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে নুসরাত ফারিয়াকে। যদিও এ বিষয়ে নুসরাত নিশ্চিত করেননি গণমাধ্যমকে।
ওই সিনেমার নাম এখনো জানা না গেলেও ইতোপূর্বে শাকিব খান জানিয়েছেন, ছবিটি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। তবে নায়িকার কে হবেন সে বিষয়ে কিছুই জানাননি। শুধু বলেছেন, বিষয়টি প্রযোজনা সংস্থাই দেখছে।
সম্প্রতি ভারতের বেনারসে অনন্য মামুনের ‘দরদ’ সিনেমার শুটিং করে ফিরেছেন শাকিব খান। শিগগিরই শুরু হতে যাচ্ছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’-এর শুটিং। চলচ্চিত্রটির প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর থেকে পাবনায় ছবিটির শুটিং শুরু হবে। এতে শাকিবের সঙ্গে পর্দা ভাগ করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। হিমেল আশরাফের ‘রাজকুমার’ শেষ করেই রাফির চলচ্চিত্রের শুটিং শুরু হবে। আগামী বছরের ঈদুল আজহায় মুক্তির জন্য নির্মিত হবে ছবিটি।
মন্তব্য করুন