এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে নায়ক নিরব ও নায়িকা বুবলী অভিনীত সিনেমা ‘ক্যাসিনো’। ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সংবাদমাধ্যমে জানা যায় এক ভিডিও বার্তায় সিনেমাটির ট্রেলারের প্রশংসা করেছেন তিনি।
মাশরাফি বলেন, ‘হাই নিরব ভাই। আসসালামু আলাইকুম। আপনার নতুন ছবি আসছে ক্যাসিনো। টিজারটি দেখেছি, আমি অত এক্সপার্ট না। কিন্তু টিজারটি দেখেছি। খুবই ভালো লেগেছে। উইশ ইউ অল দ্য লাক। ইনশাআল্লাহ।’
‘ক্যাসিনো’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার সুপারস্টার শাকিব খানের বাইরে কাজ শুরু করেছেন শবনম বুবলী। ২০১৯ সালে বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযানের ওপর ভিত্তি করে এগিয়েছে এ ছবির গল্প।
ঈদে মুক্তি পাওয়া একাধিক সিনেমার মধ্যেও ‘ক্যাসিনো’ সাড়া ফেলবে বলে মনে করেন বুবলী। সংবাদমাধ্যমকে তিনি বলছেন, ‘ঈদের সিনেমাগুলো নিজস্ব মেরিটেই চলবে। ক্যাসিনোও তার মেরিটে চলবে।’
মন্তব্য করুন