বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জীবনের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’, পোস্টারে কী মোশাররফ করিম?

‘চক্কর ৩০২’র পোস্টার। ছবি : সংগৃহীত
‘চক্কর ৩০২’র পোস্টার। ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা হিসেবে বহু আগে সুনাম অর্জন করেছেন শরাফ আহমেদ জীবন। যার ক্যারিয়ার শুরু হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে। পরে কাজল আরেফিন অমির বেশ কিছু নাটক দিয়ে অভিনেতা হিসেবেও তুমুল পরিচিতি পেয়েছেন তিনি।

এখন অভিনেতা হিসেবে তিনি কারও কাছে বোরহান ভাই, কেউবা তাকে লাবু কমিশনার বলে ডাকেন। সম্প্রতি আলোচনা তৈরি করেছেন ‘অসময়’ ওয়েব ফিল্মে ক্রাইম রিপোর্টার হালিম চরিত্রে!

তবে অভিনেতা পরিচয়ের বাইরে শরাফ আহমেদ জীবন মূলত মনে প্রাণে একজন নির্মাতা। শখের বশে অভিনয়ে এসে যে পরিচিত পেয়েছেন সেটিতে তিনি ‘উপরী পাওয়া’ মনে করেন। গ্রামীণফোন, বাংলালিংক, রবি, আকাশসহ অসংখ্য নামিদামি পণ্য টিভিসি ও নাটকের স্রষ্টা জীবন ক্যারিয়ার শুরু করেছিলেন সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে। অবশেষে সেই স্বপ্নপূরণ হচ্ছে। তার পরিচালিত প্রথম ছবি হলো ‘চক্কর ৩০২’।

২০২১-২২ অর্থ বছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যে পুরো শুটিং শেষ করেছেন নির্মাতা জীবন।

জানা যায়, বর্তমানে চক্কর-এর পোস্ট প্রোডাকশন চলছে। কবে মুক্তি সেই ঘোষণাও শিগগিরই দেবেন বলে জানালেন।

তার আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জীবন তার প্রথম সিনেমা চক্কর ৩০২-এর নাম ঘোষণা দেন।

যেখানে দেখা যাচ্ছে, ব্ল্যাক শেডে উদ্বিগ্ন দৃষ্টিতে কেউ এক পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। তার চারপাশটা ঘুরছ! পোস্টারটি দেখে অনেকেই জানতে চাচ্ছেন কিন্তু কে তিনি?

এ বিষয়ে এখনই মুখ খুলতে চাইলেন না নির্মাতা জীবন। জানালেন, এ মাসের শেষে হয়তো পোস্টারের রহস্য রাখা মানুষটির নাম ও লুক উন্মোচন করবেন। তবে ধারণা করা হচ্ছে, ছবির এই অভিনেতা মোশাররফ করিম।

চৌধুরী সাহেবের ফ্রি অফার, সিরিয়াস কথার পরের কথা, হাওয়াই মিঠাই আবার তোরা সাহেব হসহ বহু দর্শক প্রিয় নাটকের এই পরিচালক জানান, এই গল্পটি যদি অনুদান না পেতেন, তবে নিজেই হয়তো অন্যভাবে বানানোর চেষ্টা করতেন।

শরাফ আহমেদ জীবনের ভাষ্য, চক্করর গল্পটি মানবিক স্পর্শের। যেহেতু অনুদান মিলেছে এতে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে প্রোপার সিনেমা বানানোর চেষ্টা করেছি। কারণ, আমার কাছে আরও গল্প থাকলেও এই গল্পে আমার ‘একটু বেশি আগ্রহ’।

যে কোনো ঘটনার সঙ্গে ‘প্রথম’ শব্দটা জুড়ে দিলেই তার মধ্যে কেমন যেন আলাদা অনুভূতি চলে আসে! এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন! সেটা প্রথম প্রেম কিংবা প্রথম বাবা হওয়ার মতো! শরাফ আহমেদ জীবন বলেন, প্রথম সিনেমার প্রথম ক্যাম্পেইন আপলোড করতে গিয়ে ঠিক সে-রকম অনুভূতি হচ্ছে। বুক ধড়ফড় করছে, মনের গভীরে খুব কান্না আসছে। তবে এই অনুভূতি আনন্দের! আমাদের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’-এর জন্যে সবার ভালোবাসা প্রত্যাশা করি!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১০

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১১

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১২

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৩

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

১৪

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

১৫

তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে একটি গোষ্ঠী : আবিদ

১৬

জামায়াত কী হিন্দুদের স্বর্গের টিকিটও দেবে : সেলিম জাহাঙ্গীর

১৭

ঢাকা-১৮ আসনে কফিল উদ্দিনের উদ্যোগে উঠান বৈঠক

১৮

সংবাদ সম্মেলনে অভিযোগ / রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে হত্যা মামলা প্রত্যাহারের পাঁয়তারা 

১৯

নৌকা উল্টে  কর্ণফুলীতে ভেসে গেল সাড়ে ১২ টন মাছ

২০
X