বাংলাদেশের সিনেমার গর্ব তিন বোন অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা। দাপটের সঙ্গে একসময় রুপালি পর্দায় অভিনয় করেছেন তারা। এখন চম্পাকে মাঝেমধ্যে দেখা গেলেও সুচন্দা ও ববিতা আছেন অভিনয় থেকে একেবারেই দূরে। তবে ভালো গল্প হলে এখনো অভিনয়ের ইচ্ছার কথা প্রকাশ করেছেন ববিতা।
তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরেই কাজের বাইরে আছি। দেশ ও দেশের বাইরে থাকা হয়। অভিনয় আর করা হয় না। ভালো গল্প হলে কাজের ইচ্ছা আছে। এ ছাড়া আমাদের তিন বোনকে নিয়ে অনেকেই সিনেমা করার ইচ্ছা প্রকাশ করছে এখন। এটা এখন আর সম্ভব নয়। সবাই যার যার স্থান থেকে ব্যস্ত। তবে তিন বোনের একটি ইচ্ছা আছে, সেটি হলো—আমাদের ক্যারিয়ার নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করার। হবে কি না, জানি না। ইচ্ছে আছে। যদি প্রজেক্টটি হাতে নিই, তাহলে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
এ বিষয়ে চম্পা বলেন, ‘এখনই সময় এমন একটি তথ্যচিত্র নির্মাণের। আমার জন্য নয়, আমার দুই বোনের বাংলাদেশের সিনেমায় ব্যাপক অবদান রয়েছে। তাদের জন্য হলেও এমন একটি তথ্যচিত্র নির্মাণ করা দরকার বলে আমি মনে করি।’
তিনি আরও জানান, এ দেশে কিংবদন্তির মৃত্যুর পর তাকে নিয়ে অনেক কিছু হয়। তাই জীবিত অবস্থায় তাদের তিন বোনকে নিয়ে এখনই কিছু করা উচিত বলে মনে করেন।
মন্তব্য করুন