ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ১৪ জুলাই রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ২১ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ছবিটি। এ উপলক্ষে সুড়ঙ্গের নায়ক আফরান নিশো, নায়িকা তমা মির্জা এবং ছবিটির নির্মাতা রায়হান রাফি আছেন ভারতে।
সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন নিশো। সেখানে নানা প্রশ্নের উত্তর দেন এই অভিনেতা। তাকে প্রশ্ন করা হয়— কিছুদিন আগে বললেন, আপনি স্ত্রী-সন্তান লুকিয়ে রাখার মতো নায়ক নন। এই ইঙ্গিত কি বিশেষ কারও দিকে? জবাবে নিশো জানান, স্ত্রীকে সবসময় প্রকাশ্যে আনতে রাজি নন তিনি। আবার লুকিয়েও রাখবেন না।
নিশো বলেন, ‘আমি আমার দর্শনের কথা বলেছি। দর্শনে সংঘর্ষ আসতে পারে। আমি বিবাহিত হলে, সকলকে বলেই দেব। হয়তো আমার স্ত্রীকে সর্বদা প্রকাশ্যে আনব না। তবে লুকিয়েও রাখব না।’
ব্যক্তিজীবনকে লুকিয়ে রাখায় বিশ্বাসী নন অভিনেতা নিশো। তার মতে, কেউ সুপারস্টার বা মেগাস্টার যা-ই হোক না কেন, তার সবটা মিলিয়েই দর্শক তাকে অনুসরণ করেন।
মন্তব্য করুন