রাজু আহমেদ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন’ কীভাবে জন্ম নিল পুতিনের রাশিয়া

দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন। ছবি : সংগৃহীত
দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন। ছবি : সংগৃহীত

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো অলিভিয়ে আসায়াস পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন’। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা জুড ল’। তবে এই ছবির পুতিন একেবারেই ভিন্ন রূপে ধরা দিয়েছেন—শান্ত, সংযত ও হিসেবি।

গিউলিয়ানো দা এমপোলির ২০২২ সালের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবির মূল চরিত্র আসলে পুতিন নন, বরং পল ড্যানো অভিনীত ভাদিম বারানোভ। বাস্তব জীবনের প্রভাবশালী রুশ রাজনীতিবিদ ভ্লাদিস্লাভ সুরকভ থেকে অনুপ্রাণিত এই চরিত্রটি ক্রেমলিনের অন্তরালের কৌশলবিদ হিসেবে আবির্ভূত হয়েছে।

গল্পের শুরু ১৯৯০-এর দশকে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতার আবহে বেড়ে ওঠা বারানোভ একসময় মঞ্চনাটকের স্বপ্ন ছেড়ে টেলিভিশনের সঙ্গে যুক্ত হন। সেখানে জনগণের রুচি বোঝার অভিজ্ঞতা তাকে টেনে নিয়ে যায় রাজনীতির অন্দরমহলে। শিগগিরই ধনকুবের বরিস বেরেজোভস্কি তাকে প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের পুনর্নির্বাচনী প্রচারণায় যুক্ত করেন। টেলিভিশনের কৌশল কাজে লাগিয়ে জনগণের সামনে নতুনভাবে হাজির করা হয় ইয়েলৎসিনকে।

কিন্তু বেরেজোভস্কির দৃষ্টি তখন ভবিষ্যতের দিকে। তিনি মনে করতেন, রাশিয়ার জনগণ আর শুধু অর্থলোভী ব্যবসায়ীদের নয়, চাই এক ‘কঠোর ও সরল’ নেতাকে। সেই হিসেবেই সামনে আসেন ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। বেরেজোভস্কির ভুল ছিল, ক্ষমতায় বসার পরও পুতিন তাকে প্রয়োজন হবে বলে মনে করা। ইতিহাস দেখিয়েছে, সেই ভুলের মূল্য তাকে নির্বাসনে গিয়ে চুকাতে হয়। অন্যদিকে বারানোভ নিজের মেধা ও কৌশল দিয়ে ক্রেমলিনে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

ছবিতে বারানোভের দর্শনই হয়ে ওঠে মূল বার্তা : রাজনীতিতে বাস্তবতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চিত্র। মানুষের চোখে যা তুলে ধরা হয়, তাই হয়ে ওঠে সত্য। জনসভাকে বর্ণিল ও চটকদার করে তোলা, বিরোধীদের কিছুটা আওয়াজ টিকিয়ে রেখে সেটিকে নিজের শক্তির প্রমাণে পরিণত করা, ইন্টারনেটে বিভ্রান্তি ছড়িয়ে বাস্তবতাকে আড়াল করা—এসবই আধুনিক পপুলিজমের ভিত্তি রচনা করেছে।

অলিভিয়ে আসায়াস এক সাক্ষাৎকারে বলেন, ‘দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন’ কেবল পুতিনের রাশিয়ার জন্মকাহিনি নয়; এটি সমকালীন বিশ্বের রাজনৈতিক বাস্তবতাকেও উন্মোচন করে। দর্শকদের কাছে তাই ছবিটি হয়ে উঠতে পারে শুধু এক ঐতিহাসিক কাহিনি নয়, বরং বর্তমান সময়ের জন্যও এক গুরুত্বপূর্ণ পাঠ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব বান্দার আমলনামায় যোগ হতে থাকে

২৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

অভিজ্ঞতা ছাড়াই আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, দ্রুত আবেদন করুন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ৭ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয়

সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশের ব্রোঞ্জ পদক জয়

রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার

বিসিবির কাছে বিচার চেয়ে সোহাগ গাজীর চিঠি

১০

এগিয়ে গিয়েও ব্যর্থতার হতাশায় পুড়ল বসুন্ধরা কিংস

১১

বিচ্ছেদ গুঞ্জনে যা বললেন পূর্ণিমা

১২

এমবেউমোর জোড়া গোলে ম্যানইউর টানা তৃতীয় জয়

১৩

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ!

১৪

জেন-জির বিক্ষোভে দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

১৫

নতুন সরকার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানালে থাকবেন কি না, জানালেন ধর্ম উপদেষ্টা

১৬

ভুটান সরকারের ‘পাখিবাড়ি’

১৭

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ

১৮

আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি প্রার্থী

১৯

দুর্ঘটনার কয়েক মাস আগে থেকেই ‘শাহাদাতের’দোয়া পড়ছিলেন জুনায়েদ জামশেদ

২০
X