অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। দেশের একটি বেসরকারি চ্যানেলের প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়ে মিডিয়ায় আসেন তিনি। অভিনয় করেছেন বেশকিছু গল্পনির্ভর সিনেমাতেও। কাজ করেছেন নাটক ও বিজ্ঞাপনে। তবে সমজের প্রয়োজনে তিনি এখন নাইট গার্ডের ভূমিকায় রাতের রাস্তায় পাহারা দিচ্ছেন।
শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন রাত থেকেই ঢাকায় বেড়েছে ডাকাতের উৎপাত। যার জন্য নিরাপত্তা হীনতায় ভুগছে শহরের সাধারণ মানুষ। তাইতো প্রতিরাতেই এখন যার যার এলাকা পাহারা দিচ্ছে স্থানীয় জনতা। এই তালিকায় আছেন অভিনেত্রী নীলঞ্জনা নীলাও।
৯ আগস্ট দিবাগত রাতে তিনি ফেসবুক নিজের একটি পোস্ট করেন। হাতে একটি পাইপ নিয়ে ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছিলাম নায়িকা- হয়ে গেলাম নাইট গার্ড।’
নীলাঞ্জনা নীলার এই পোস্টে অনেকে প্রশংসাসূচক মন্তব্য করেছেন।