মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল। সম্প্রতি তাকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তার অসুস্থতার বিষয়টি একাধিক ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে তীব্র জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কোচির অমৃতা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ৬৪ বছর বয়সী মোহনলালের উচ্চমাত্রায় জ্বর, শ্বাস কষ্ট এবং মাসেল পেইন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসযন্ত্রে ইনফেকশন রয়েছে। ৫ দিনের ওষুধ, পূর্ণ বিশ্রাম এবং জনাকীর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিনেতা বর্তমানে তার আসন্ন সিনেমা ‘এল২ : এমপুরান’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমার শুটিং সেট থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পরেন এই অভিনেতা। তারপরই তাকে নেওয়া হয় হাসপাতালে।
মন্তব্য করুন