বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পারিবারিক সহিংসতার শিকার নির্মাতা মিনহাজ

মিনহাজের বোন মালিহা ও তার স্বামী। ছবি : নির্মাতার সৈাজন্যে
মিনহাজের বোন মালিহা ও তার স্বামী। ছবি : নির্মাতার সৈাজন্যে

নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মিনহাজ। বানিয়েছেন নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন। এরপর ২০১৮ সালে জার্মান চলে যান চলচ্চিত্র নির্মাণের উপর মাস্টার্স করতে। সম্প্রতি দেশে এসে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর থেকে শুরু হয় যৌতুকের জন্য তার স্ত্রী তাহামিদার উপর শাশুড়ি ও ননদের মানসিক এবং শারীরিক নির্যাতন। এরপরই স্ত্রীর প্রতি এমন অমনাবিক আচরণ দেখে পরিবারের বিরুদ্ধে যেতে সিদ্ধান্ত নেন এই নির্মাতা। করেন মা-বোনের নাম মামলা।

মিনহাজের অভিযোগ, নানা ঘটনার জের ধরে ৬ ডিসেম্বর রাতে তাহামিদার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে স্বাম-স্ত্রীর ব্যক্তিগত চ্যাট পড়া শুরু করেন শাশুড়ি নাসিমা আক্তার ও ননদ আফিয়া আঞ্জুম মালিহা। তখনই প্রতিবাদ করেন মিনহাজ। আর এতে ক্ষেপে গিয়ে মিনহাজ ও তার স্ত্রীর ওপর শারীরিক আক্রমণ চালান তার মা-বোন। দুজনের আক্রমণ থেকে স্বামীকে বাঁচাতে গেলে তাহামিদাও লাঞ্ছিত ও নির্যাতিত হন। ঘটনার রাতেই মিনহাজ ও তাহামিদা ফেনী সদর হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে ফেনী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৪৮৫। মা ও বোন সমঝোতা স্বাক্ষর করে জিডি তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকলে পারিবারিক শান্তি রক্ষার্থে মিনহাজ রাজি হন। কিন্তু ১০ ডিসেম্বর সমঝোতার জন্য তারিখ নির্ধারণ করলেও আদালতে মা নাসিমা আক্তার মিনহাজের বিরুদ্ধে একটি চাঁদাবাজি, স্বর্ণালঙ্কার লুট ও হত্যার চেষ্টা মামলা করেন। তাই সঙ্গত কারণেই সমঝোতার বিষয়টি বাধাগ্রস্ত হয়। ঘটনাটি স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মিনহাজ আরও জানান, করোনার সময় জার্মানি থেকে বাংলাদেশে আসেন তিনি। এরপর মিনহাজের জার্মান ব্যাংক অ্যাকাউন্টগুলোতে টাকার পরিমাণ জানতে পেরে ভয়ভীতি দেখিয়ে বোনের ষড়যন্ত্রে তার মা তাকে পাগল সাজিয়ে ফেনী সাইকিয়াট্রিক হাসপাতালে নিয়ে তাকে একটি কেবিনে আটকে রাখেন। কিন্তু সেখানকার ডাক্তার বা হাসপাতালের কেউ মিনহাজকে পাগল হিসেবে চিহ্নিত করতে পারেনি। তখন মিনহাজের মা এবং বোন তার জার্মানির সব ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন নাম্বার মিনহাজের থেকে হুমকি দিয়ে নিয়ে যায়।

এরপর নিজের মা ও বোনের সম্মানের কথা চিন্তা করে এবং পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে বিষয়টি নিয়ে তিনি চুপ থাকেন।কিন্তু সম্প্রতি তার নববধূর সঙ্গে তাদের আচরণ ও নির্যাতন-মামলায় সার্বিকভাবে বিপর্যস্ত এই নির্মাতা। এরপরই বাধ্য হয়ে বোন মালিহা ও তার স্বামীর নামে মামলা করেছেন তিনি। আর তার স্ত্রী তাহামিদাও মিনহাজের মা ও বোনের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেছেন।

এদিকে মিনহাজের মা ও বোনের জামাইয়ের বিরুদ্ধে নানা দুর্নীতির জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে এসে মা দেখেন আড়ায় ঝুলছে মেয়ের মরদেহ 

বিপিএল: সরাসরি চুক্তিতে যেসব বিদেশি ক্রিকেটার দল পেলেন

মালয়েশিয়ায় ভয়াবহ নির্যাতনের শিকার বাংলাদেশি শ্রমিকরা: এইচআরডব্লিউ

মহাসড়কে পিকআপভ্যানে আগুন

শীত জেঁকে বসেছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমকে নিয়ে অপপ্রচার

বিশ্বকাপের সুপার এইটে উঠলে টাইগারদের সম্ভাব্য প্রতিপক্ষ যারা

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

রাজধানীতে আজ কোথায় কী

১০

একটানা পাঁচ ম্যাচ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, সূচি প্রকাশ

১১

সংকটে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ড

১২

কন্যাসন্তানের বাবা হলেন নিলয়

১৩

১৯ দেশের গ্রিন কার্ডধারীদের পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র, তালিকায় যারা

১৪

সৃজিতের সিনেমায় বদলে গেল নায়িকা

১৫

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৬

হংকংয়ের আগুন নিয়ন্ত্রণে, নিহত অন্তত ৯৪

১৭

শুষ্ক আবহাওয়ায় ঢাকায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে

১৮

ভূমিকম্পের ‘উচ্চ ঝুঁকিতে’ মধুপুর ফল্ট, শঙ্কিত টাঙ্গাইলবাসী

১৯

২৮ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X